নিয়ন্ত্রণ করা হবে ভক্ত সমাগম, তিরুপতি দর্শনে গেলে মানতে হবে এই নিয়মগুলি

Last Updated:

মন্দিরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম দু' তিন দিন মন্দির কর্মী এবং তাঁদের পরিবার, তিরুমালার স্থানীয় বাসিন্দারা শুধুমাত্র মন্দিরে প্রবেশ করতে পারবেন৷

#অন্ধ্রপ্রদেশ: সোমবার থেকেই কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে দেশজুড়ে খুলে গেল ধর্মীয় স্থানগুলি৷ একই সঙ্গে খুলল অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরও৷ তবে প্রথম দু' তিন দিন সবার জন্য খুলছে না মন্দিরের দরজা৷ আপাতত দু' তিন দিন ভিড় নিয়ন্ত্রণের মহড়া চলবে৷ আগামী ১১ জুন থেকে সর্বসাধারণের জন্য মন্দিরের দরজা খোলা হবে৷
গত ২০ মার্চ থেকে ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়৷ তবে মন্দিরের পুরোহিতরা পুজো চালু রেখেছিলেন৷ এবার মন্দিরের দরজা খুলে গেলেও ভক্তদের কড়া বিধিনিষেধ মানতে হবে বলে জানিয়ে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ৷
মন্দিরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম দু' তিন দিন মন্দির কর্মী এবং তাঁদের পরিবার, তিরুমালার স্থানীয় বাসিন্দারা শুধুমাত্র মন্দিরে প্রবেশ করতে পারবেন৷ আগামী ১১ জুন থেকে মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে যাবে৷ সকাল ৬.৩০ থেকে সন্ধে ৭.৩০ পর্যন্ত মন্দির খোলা থাকবে৷ দশ বছরের নীচে এবং ৬৫ বছরের ঊর্ধ্বে কাউকেই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না৷
advertisement
advertisement
সাধারণ সময়ে তিরুপতি মন্দিরে দৈনিক ৭৫ হাজার থেকে ১ লক্ষ মানুষের ভিড় হয়৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন ৬০ হাজারের বেশি মানুষকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না৷ প্রত্যেক ঘণ্টায় ২৫০ থেকে ৫০০ ভক্তকে মন্দিরে ঢোকানো হবে৷ এ দিন থেকেই তিরুপতি মন্দিরে দর্শনের অনলাইন বুকিং শুরু হবে৷ মন্দিরের কটেজে থাকার বুকিংও করা যাবে৷ কিন্তু একসঙ্গে দু' জনের বেশি একটি স্যুইটে থাকতে দেওয়া হবে না৷ প্রতিদিন ৩০০ টাকা মূল্যের ৩০০০ বিশেষ টিকিট অনলাইন বুকিংয়ের জন্য পাওয়া যাবে৷ তবে বিশেষ দর্শন, সেবার মতো বেশ কিছু ব্যবস্থা আপাতত বন্ধই থাকছে৷ তবে বৈধ টিকিট থাকলেও কন্টেইনমেন্ট জোনের বাসিন্দাদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
নিয়ন্ত্রণ করা হবে ভক্ত সমাগম, তিরুপতি দর্শনে গেলে মানতে হবে এই নিয়মগুলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement