লকডাউনের জেরে বাতিল হওয়ার মুখে সিএবি-র ঘরোয়া ক্রিকেট মরশুম ! সিদ্ধান্ত মে মাসের শুরুতেই

Last Updated:

২০১৯-২০২০ ক্রিকেট মরশুম আর শুরু করা সম্ভব নয় বলেই এক প্রকার ধরেই নিচ্ছেন সিএবি কর্তারা।

#কলকাতা: করোনা সংক্রমণ আর লকডাউনের জেরে বাতিল হওয়ার মুখে সিএবি ঘরোয়া ক্রিকেট মরশুম। ২০১৯-২০২০ ক্রিকেট মরশুম আর শুরু করা সম্ভব নয় বলেই এক প্রকার ধরেই নিচ্ছেন সিএবি কর্তারা। তবে মুখে আপাতত কিছু বলছেন না। মে মাসের শুরুতেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান সিএবি কর্তারা। প্রেসিডেন্ট, সেক্রেটারি-সহ অ্যাপেক্স কাউন্সিলের সব সদস্য টেলিকনফারেন্সের মাধ্যমে প্রথমে আলোচনা সেরে নিতে চান। তারপর স্পেশ্যাল জেনারেল মিটিংয়ের মাধ্যমে সেই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।
লিগ, নকআউট মিলিয়ে প্রথম এবং দ্বিতীয় ডিভিশনে প্রায় সব টুর্নামেন্টই মাঝপথে বন্ধ হয়ে রয়েছে। লকডাউনের জেরে কবে আবার ক্রিকেট শুরু হবে তা কেউ হলফ করে বলতে পারছেন না। জুনের শেষ পর্যন্ত সিএবি ক্লাব ক্রিকেট মরশুম চলে। তারপর বর্ষা শুরু হয়ে গেলে আর ক্রিকেট হওয়া সম্ভব নয়। এর মধ্যেই লোকজন কবে উঠবে কেউ জানেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানান, "কোনওভাবেই এই মরশুম শেষ করা সম্ভব নয়। লকডাউন উঠলেই তো আর ক্রিকেট শুরু করা সম্ভব।
advertisement
মাঠগুলো একমাস ধরে পড়ে রয়েছে। কোনও রকম কাজ করতে দেওয়া হয়নি মালীদের। ক্রিকেট খেলার পরিস্থিতি ফিরিয়ে আনতে কয়েক দিন সময় লাগবে। নিয়ম অনুযায়ী বেশির ভাগ মাঠ ফুটবলের জন্য আইএফএর হাতে চলে গেছে। সেই মাঠগুলোতে আদৌ কি ক্রিকেট করা সম্ভব সেই নিয়ে প্রশ্ন থাকছে। যে সংখ্যক খেলা বাকি রয়েছে. তা সম্পূর্ণ করা কয়েকদিনের মধ্যে সম্ভব নয়। ক্রিকেটারদেরও প্রস্তুতি প্রয়োজন। এই সব মিলিয়ে এই মরসুম শুরু করা সম্ভব না বলেই মনে করছি আমরা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সৌরভ ও প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার করার পরেই নেওয়া হবে।"
advertisement
advertisement
তবে সিএবি প্রেসিডেন্ট জানান, "এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। লকডাউন না উঠলে ক্রিকেট কি করে সম্ভব? দেখি সরকারি নির্দেশিকা কি দেওয়া হয়। সব নিয়ম মেনেই আমরা চলব। আমরা ক্রিকেট এবং ক্রিকেটারদের পাশে আছি। তবে সবার আগেই কঠিন লড়াইয়ে আমাদের জিততে হবে।"
advertisement
ইতিমধ্যেই ময়দান জুড়ে অন্য জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, কয়েকটি ক্লাব তারা সিএবির কাছে দাবি করেছেন চলতি মরশুমের চুক্তিতেই আগামী মরশুম চলুক। সে ক্ষেত্রে কোনও দল বদল হবে না। অর্ধ সমাপ্ত টুর্নামেন্টগুলো শেষ করা হবে। তবে এরকম করা হলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন ক্রিকেটাররা। এক বছরের চুক্তিতে আরও অতিরিক্ত একটি বছর খেলতে হবে। সিএবি যুগ্ম-সচিব দেবব্রত দাস বলেন," এরকম প্রস্তাব আমাদের কাছে আসেনি। ক্রিকেট এবং ক্রিকেটারদের স্বার্থ দেখাই আমাদের কাজ। কোনও অযৌক্তিক বিষয় মানা হবে না।"
advertisement
Eeron Roy Barman
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউনের জেরে বাতিল হওয়ার মুখে সিএবি-র ঘরোয়া ক্রিকেট মরশুম ! সিদ্ধান্ত মে মাসের শুরুতেই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement