সীমান্ত বাণিজ্যে বাধা দেওয়ার অভিযোগ, মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের

Last Updated:

গত সপ্তাহেই বাংলা লাগোয়া প্রতিবেশী দেশের সঙ্গে স্থলবাণিজ্যের জন্য সীমান্ত খুলে দেওয়ায় ছাড়পত্র দেয় কেন্দ্র ৷

#কলকাতা: ফের রাজ্যের দিকে অভিযোগের আঙুল কেন্দ্রের ৷ রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের৷ সীমান্ত বাণিজ্য নিয়ে রাজ্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কেন্দ্রের ৷ ভারতের সঙ্গে বাংলাদেশ, নেপাল, ভুটানের মতো একাধিক দেশের সঙ্গে স্থলবাণিজ্যে কেন্দ্রের ছাড়পত্র সত্ত্বেও বাধা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার ৷
গত সপ্তাহেই বাংলা লাগোয়া প্রতিবেশী দেশের সঙ্গে স্থলবাণিজ্যের জন্য সীমান্ত খুলে দেওয়ায় ছাড়পত্র দেয় কেন্দ্র ৷ কেন্দ্রের অভিযোগ আবারও নির্দেশ মানছে না রাজ্য ৷ বুধবার মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি পাঠিয়ে অজয় ভাল্লা লিখেছেন,  স্থলবন্দর দিয়ে অত্যাবশকীয় পণ্য পরিবহণে ‘বাধা’ দিচ্ছে রাজ্য ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা পশ্চিমবঙ্গকে পাঠানো সত্ত্বেও সীমান্ত বাণিজ্য নিয়ে কোনও পদক্ষেপ করছে না রাজ্য সরকার। ফলে সীমান্তের দু'দিকেই বিরাট সংখ্যক পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে। যা ভারতের জন্য কূটনৈতিক ও আন্তর্জাতিক সমস্যা তৈরি করেছে। পশ্চিমবঙ্গের এই অবস্থান কেন্দ্রীয় আইনের পরিপন্থী।
advertisement
আন্তর্জাতিক বিষয়ে কেন রাজ্য হস্তক্ষেপ করছে চিঠিতে  অভিযোগ স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার ৷ কেন্দ্রের নির্দেশ মানতে ফের রাজ্যকে অনুরোধ জানিয়েছেন তিনি  ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সীমান্ত বাণিজ্যে বাধা দেওয়ার অভিযোগ, মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement