তবলিঘি জামাতের জমায়েতে এশিয়াজুড়ে করোনায় গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশের মোট ৩০ শতাংশ করোনা আক্রান্তেরই তবলিগি জামাত যোগ রয়েছে
#নয়াদিল্লি: শুধু দিল্লিতে নয়। তবলিঘি জামাতের জমায়েতে এশিয়াজুড়ে করোনায় গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা। ভারত, পাকিস্তান ও মালয়েশিয়ায় তবলিগি জমায়েতে এরকম কয়েক হাজারজন ছিলেন, যাঁদের থেকেই এশিয়াজুড়ে এক চতুর্থাংশ করোনা সংক্রমণ ছড়ানোর অভিযোগ উঠছে।
করোনায় গোষ্ঠী সংক্রমণ রুখতে লকডাউনের দাওয়াই। এর মধ্যেই দিল্লিতে তবলিঘি জমায়েতের ভিডিও ভাইরাল। জমায়েত থেকে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়।
দেখা গিয়েছে, মার্চে দিল্লির তবলিঘি জমায়েতে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকেও অনেকে অংশ নেন। এই জমায়েত থেকে গোষ্ঠী সংক্রমণ ছড়ানোর অভিযোগ ওঠে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশের মোট ৩০ শতাংশ করোনা আক্রান্তেরই তবলিগি জামাত যোগ রয়েছে ৷ একাধিক রাজ্যে এই জমায়েতের কারণে করোনা সংক্রমণের সংখ্যা বিদ্যুৎগতিতে বেড়েছে ৷ উত্তরাখণ্ডে এক ন'মাসের শিশুর করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। তার বাবা দিল্লির জমায়েতে যোগ দিয়েছিলেন।
advertisement
Location :
First Published :
April 21, 2020 7:09 PM IST