পুরীতে হবে রথযাত্রা, শর্ত সাপেক্ষে উৎসবে অনুমতি সুপ্রিম কোর্টের

Last Updated:

পুরীর রথযাত্রা শুধুমাত্র একটি উৎসব নয়৷ এর সঙ্গে জড়িয়ে বহু মানুষের ধর্মীয় বিশ্বাস৷

#নয়াদিল্লি:পুরীতে এবছর পালন করা যাবেন না রথযাত্রা উৎসব৷ সুপ্রিম কোর্টের এই নির্দেশের বিরোধিতা করে ২০টির বেশি পিটিশন দাখিল হয়েছিল৷ সোমবার অর্থাৎ আজ, তারই শুনানি ছিল শীর্ষ আদালতে৷ পুরীর রথযাত্রা শুধুমাত্র একটি উৎসব নয়৷ এর সঙ্গে জড়িয়ে বহু মানুষের ধর্মীয় বিশ্বাস৷ যদি ২৩জুন রথের চাকা না ঘোরে, অর্থাৎ রথ না টানা হয়, তাহলে তা ১২ বছর পর্যন্ত আর চলতে পারবে না৷ এমনই রীতি নিয়ম রয়েছে৷ যার মানে দাঁড়ায় এবছর রথ পালন না করা হলে, তা আগামী ১২ বছরও উদযাপন করা যাবে না৷ তাই সংক্রমণ যাতে না ছড়ায়, তার সুব্যবস্থা করে, রথ উৎসবের অনুমতি দিক সুপ্রিম কোর্ট, এই আবেদন রাখে কেন্দ্র৷ শুনানির সময় কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই রথযাত্রার সপক্ষে এই যুক্তি তুলে ধরেন৷
সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাখতে গিয়ে তিনি আরও বলেন যে, শঙ্কারাচার্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে সব সেবায়তের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসবে, তারাই উপস্থিত থাকতে পারবেন এই উৎসবে৷ অন্যরা টিভিতে লাইভ সম্প্রচার দেখবেন৷ পুরীর রাজা এবং অনুষ্ঠান কমিটি এভাবেই সব ব্যবস্থা করবেন, যাতে রথের ফলে করোনা সংক্রমণে কোনও প্রভাব না পড়ে৷
advertisement
পুরী লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করা বিজেপি নেতা সম্বিত মহাপাত্রও শীর্ষ আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে আরও একবার পুরীর রথযাত্রা উৎসব নিয়ে ভাবনাচিন্তা করে আদালত৷
advertisement
তারপরই শর্তসাপেক্ষে সেই অনুমতি দেয় শীর্ষ আদালত৷ জানানো হয় যে, সংক্রমণ না বাড়ে এমনভাবেই, নিয়ম মেনে করতে হবে রথ উৎসব৷ তবে চিফ জাসটিস বোবদে জানিয়ে দেন, শুধুমাত্র পুরীতেই পালন করা যাবে রথ, ওড়িশার অন্য কোথাও নয়৷
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
পুরীতে হবে রথযাত্রা, শর্ত সাপেক্ষে উৎসবে অনুমতি সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement