হোম /খবর /কলকাতা /
দার্জিলিং থেকে বীরভূম, জেলায় জেলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ

দার্জিলিং থেকে বীরভূম, জেলায় জেলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ

Photo- Representative

Photo- Representative

পরিযায়ী শ্রমিকদের অনেকেরই শরীরে রয়েছে মারণ করোনার বিষ

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: সারা দেশের বিভিন্ন প্রান্তের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে রোজই আসছে নতুন নতুন সংক্রমণের ঘটনা ৷ বীরভূমে নতুন করোনা আক্রান্তের খোঁজ ৷  বীরভূমে নতুন করে করোনা আক্রান্ত ১২৷ আক্রান্তরা প্রত্যেকেই মহারাষ্ট্র থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিক৷

এদিকে দার্জিিলঙে নতুন করে  ৫ করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে ৷প্রত্যেকেই দার্জিলিঙের সোনাদার বাসিন্দা৷ আগে এই এলাকা ২ জন করোনা আক্রান্ত হয়েছিলেন ৷ ওই ২ জনের সংস্পর্শে আসেন ৫ জন৷ তারাও পরে পজিটিভ হয়েছেন ৷

Published by:Debalina Datta
First published:

Tags: Corona Virus, Corona Virus Update, Coronavirus