ইভাঙ্কার সচিবের শরীরেও করোনা! তবু মাস্ক পরতে অনীহা ডোনাল্ড ট্রাম্পের

Last Updated:

কর্মীদের জন্য কড়া সতর্কতা জারি করলেও মার্কিন রাষ্ট্রপতি এবং উপ রাষ্ট্রপতির বিরুদ্ধে সতর্কতা ভঙ্গের অভিযোগ উঠছে৷

#ওয়াশিংটন: এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের ব্যক্তিগত সচিবের শরীরেও মিলল করোনা সংক্রমণ৷ হোয়াইট হাউস সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ব্যক্তিগত সচিবের সংস্পর্শে আসেননি ইভাঙ্কা৷ প্রায় দু'মাস ধরে তিনি টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমেই যাবতীয় কাজ সারছিলেন৷
জানা গিয়েছে, ইভাঙ্কা ট্রাম্পের সচিবের শরীরে এমনিতে করোনার কোনও উপসর্গ ছিল না৷ কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাঁর পরীক্ষা করা হয়েছিল৷ তাতেই শনিবার তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে৷
এই নিয়ে হোয়াইট হাউসে কর্মরত তৃতীয় কোনও ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল৷ শুক্রবারই ইভাঙ্কা এবং তাঁর স্বামী জারেড কুশনারের করোনা পরীক্ষা হয়েছিল৷ কিন্তু দু' জনেরই রিপোর্ট নেগেটিভ আসে৷
advertisement
advertisement
শুক্রবারই আমেরিকার উপ রাষ্ট্রপতি মাইক পেন্সের প্রেস সচিবের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভি এসেছিল৷ গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সহকারীর শরীরেও করোনা সংক্রমণ মিলেছিল৷
করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্বের মধ্যে আমেরিকার অবস্থাই সবথেকে খারাপ৷ ইতিমধ্যেই সেখানে প্রায় আশি হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ হোয়াইট হাউসেও সংক্রমণ রুখতে কঠোর সতর্কতা অবলম্বন করা হয়েছে৷ প্রত্যেক কর্মীর মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ পাশাপাশি আরও বেশি করে কর্মীদের করোনা পরীক্ষা এবং ঘন ঘন শরীরের তাপমাত্রা পরীক্ষা করে দেখা হচ্ছে৷
advertisement
তবে কর্মীদের জন্য কড়া সতর্কতা জারি করলেও মার্কিন রাষ্ট্রপতি এবং উপ রাষ্ট্রপতির বিরুদ্ধে সতর্কতা ভঙ্গের অভিযোগ উঠছে৷ অভিযোগ, উপরাষ্ট্রপতি পেন্সে সম্প্রতি মাস্ক না পরেই মেয়ো ক্লিনিক পরিদর্শনে চলে যান৷ যদিও সেখানে মাস্ক পরাটা বাধ্যতামূলক৷ আবার চলতি সপ্তাহে অ্যারিজোনায় একটি মাস্ক তৈরির কারখানা পরিদর্শনের সময় বেশ কিছুটা সময় মাস্ক পরতে অস্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ইভাঙ্কার সচিবের শরীরেও করোনা! তবু মাস্ক পরতে অনীহা ডোনাল্ড ট্রাম্পের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement