#ওয়াশিংটন: এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের ব্যক্তিগত সচিবের শরীরেও মিলল করোনা সংক্রমণ৷ হোয়াইট হাউস সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ব্যক্তিগত সচিবের সংস্পর্শে আসেননি ইভাঙ্কা৷ প্রায় দু'মাস ধরে তিনি টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমেই যাবতীয় কাজ সারছিলেন৷
জানা গিয়েছে, ইভাঙ্কা ট্রাম্পের সচিবের শরীরে এমনিতে করোনার কোনও উপসর্গ ছিল না৷ কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাঁর পরীক্ষা করা হয়েছিল৷ তাতেই শনিবার তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে৷
এই নিয়ে হোয়াইট হাউসে কর্মরত তৃতীয় কোনও ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল৷ শুক্রবারই ইভাঙ্কা এবং তাঁর স্বামী জারেড কুশনারের করোনা পরীক্ষা হয়েছিল৷ কিন্তু দু' জনেরই রিপোর্ট নেগেটিভ আসে৷
শুক্রবারই আমেরিকার উপ রাষ্ট্রপতি মাইক পেন্সের প্রেস সচিবের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভি এসেছিল৷ গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সহকারীর শরীরেও করোনা সংক্রমণ মিলেছিল৷
করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্বের মধ্যে আমেরিকার অবস্থাই সবথেকে খারাপ৷ ইতিমধ্যেই সেখানে প্রায় আশি হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ হোয়াইট হাউসেও সংক্রমণ রুখতে কঠোর সতর্কতা অবলম্বন করা হয়েছে৷ প্রত্যেক কর্মীর মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ পাশাপাশি আরও বেশি করে কর্মীদের করোনা পরীক্ষা এবং ঘন ঘন শরীরের তাপমাত্রা পরীক্ষা করে দেখা হচ্ছে৷
তবে কর্মীদের জন্য কড়া সতর্কতা জারি করলেও মার্কিন রাষ্ট্রপতি এবং উপ রাষ্ট্রপতির বিরুদ্ধে সতর্কতা ভঙ্গের অভিযোগ উঠছে৷ অভিযোগ, উপরাষ্ট্রপতি পেন্সে সম্প্রতি মাস্ক না পরেই মেয়ো ক্লিনিক পরিদর্শনে চলে যান৷ যদিও সেখানে মাস্ক পরাটা বাধ্যতামূলক৷ আবার চলতি সপ্তাহে অ্যারিজোনায় একটি মাস্ক তৈরির কারখানা পরিদর্শনের সময় বেশ কিছুটা সময় মাস্ক পরতে অস্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: America, Coronavirus, Donald Trump, Ivanka Trump