Shankha Ghosh Demise: গান স্যালুট দেওয়া হোক, চাইতেন না শঙ্খ ঘোষ৷ নীরবেই শেষকৃত্যের পক্ষে পরিবার

Last Updated:

শঙ্খ ঘোষের প্রয়াণের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ্ঞাপন করে জানিয়েছিলেন, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে প্রয়াত কবির৷

কবি শঙ্খ ঘোষ (১৯৩২-২০২১)
কবি শঙ্খ ঘোষ (১৯৩২-২০২১)
শঙ্খ ঘোষের প্রয়াণের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ্ঞাপন করে জানিয়েছিলেন, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে প্রয়াত কবির৷ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলেও সরকারের তরফে যাবতীয় প্রোটোকল মেনেই শঙ্খ ঘোষকে গান স্যালুট দিয়ে শেষ বিদায় জানানো হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর উল্টোডাঙায় কবি শঙ্খ ঘোষ যে আবাসনে থাকতেন, সেই ঈশ্বর চন্দ্র নিবাসে পৌঁছন রাজ্যের পুরমন্ত্রী এবং কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম৷ পরিবারের সঙ্গে কথা বলে তিনি জানান, যেহেতু তাঁরা গান স্যালুট চাইছেন না, তাই পরিবারের ইচ্ছে অনুযায়ী এ দিন দুপুরে নিমতলা মহাশ্মশানে শঙ্খ ঘোষের শেষকৃত্য সম্পন্ন হবে৷
advertisement
advertisement
যেহেতু করোনায় আক্রান্ত হয়ে শঙ্খ ঘোষের মৃত্যু হয়েছে, তাই নিয়ম মেনে পুরসভার শববাহী বিশেষ গাড়িতে মরদেহ শ্মশানে নিয়ে যাওয়া হবে৷ কোভিড বিধি মেনে সেখানে পরিবারের সদস্যরাও উপস্থিত থাকতে পারবেন৷
করোনায় আক্রান্ত হলেও বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল শঙ্খ ঘোষের৷ সেখানেই আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ প্রয়াত কবির স্ত্রী, এক মেয়ে এবং জামাইও করোনায় আক্রান্ত হয়েছেন৷ ফলে কবির প্রয়াণের খবর পেয়ে অনেকেই আবাসন চত্বরে জড়ো হলেও সবাইকেই কোভিড বিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয় শঙ্খ ঘোষের পরিবারের পক্ষ থেকে৷ ফলে দূর থেকেই প্রয়াত কবিকে শেষ শ্রদ্ধা জানাতে হয় প্রত্যেককে৷
advertisement
Somraj Bandopadhyay
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Shankha Ghosh Demise: গান স্যালুট দেওয়া হোক, চাইতেন না শঙ্খ ঘোষ৷ নীরবেই শেষকৃত্যের পক্ষে পরিবার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement