আধার না থাকলে সেলুনে কাটা যাবে না চুল-দাড়ি! নিয়মে নাজেহাল সাধারণ মানুষ

Last Updated:

স্যান্ডার্ড অপরেটিং প্রসিডিওর, এই নিয়মের ভিত্তিতেই আধার নম্বর বাধ্যতামূলক হয়েছে সেলুন-স্পা বা পার্লারে৷ এর মাধ্যমে নামের তালিকা বজায় রাখতে হচ্ছে এই সব সেলুন মালিকদের৷

#চেন্নাই: আধার নেই? তাহলে এ যাত্রায়ও কাটা হবে না আপনার চুল-দাড়ি৷ আধার ছাড়া কাউকেই সেলুন বা পার্লারে ঢুকতে দেওয়া যাবে না৷ তামিলনাড়ু সরকারের এই নিয়মে নাজেহাল সেলুন মালিক থেকে চুল কাটতে আসা সাধারণ জনতা৷ ১ জুন থেকে আনলকের প্রথম দফায় সেলুন বা পার্লার খোলা অনুমতি দেওয়া হয়েছে৷ কিন্তু সেখানে বেশ কিছু সর্ত আরোপ করেছে তামিলনাড়ু সরকার৷ জানানো হয়েছে যে সেলুন, পার্লার, স্পা যেখানেই যান না কেন দেখাতে হবে আধার কার্ড৷ নয়ত কোনও পরিষেবা মিলবে না৷
এতে সমস্যা বেড়েছে৷ অনেক গ্রাহক চুল কাটতে এসেছেন বিনা আধার কার্ডে আবার সেলুন মালিকরাও আধার নম্বর লিখতে ক্লান্ত৷ 'আমি গতকাল চুল কাটতে গিয়েছিলাম, কিন্তু আধার কার্ড দেখাতে পারিনি বলে ফিরে আসতে হয়েছে৷ লকডাউনে এমনই চুলের যা দশা, তারপর এমন ব্যবস্থায় খুবই অসুবিধায় পড়ছি', বলছেন অন্নানগড়ের এক বাসিন্দা৷ অন্যদিকে এক সেলুন কর্তা বলছেন, 'সবার আধার নম্বর লিখে তাদের সেলুনে ঢুকতে দেওয়া যেন একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে৷ সরকারের কাছে অনুরোধ করব যাতে এই নিয়মের পরিবর্তন করা হয়'৷
advertisement
স্যান্ডার্ড অপরেটিং প্রসিডিওর, এই নিয়মের ভিত্তিতেই আধার নম্বর বাধ্যতামূলক হয়েছে সেলুন-স্পা বা পার্লারে৷ এর মাধ্যমে নামের তালিকা বজায় রাখতে হচ্ছে এই সব দোকানীদের ৷ করোনার খেয়াল রাখতে এমন পদক্ষেপ সরকারের৷
advertisement
তামিলনাড়ুর অন্যান্য জেলায় ২৪ মে থেকেই সেলুন খোলার অনুমতি দেয় রাজ্য সরকার৷ তবে চেন্নাই জুড়ে তা খোলার অনুমতি মেলে আনলকের প্রথম পর্বে৷ আধার নম্বরের পাশাপাশি আরও কিছু বিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে৷ যেমন মাস্ক পরা, হ্যান্ড স্যানেটাইজার ব্যবহার৷ সেলুনকর্মীদের পরতে হবে গ্লাভসও৷ রুমাল বা ব্লেড পুনর্ব্যবহার করা যাবে না৷ একবার ব্যবহারের পর না ধুয়ে ব্যবহার করা যাবে না তোয়ালেও৷
advertisement
কোনও কর্মীর জ্বর বা সর্দি-কাশি হলে, তাদের কর্মক্ষেত্রে আসতে দেওয়া যাবে না৷ এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে মালিককে৷ ভিড় করা যাবে না সেলুন বা পার্লারে৷ এক সময় ৫০ শতাংশ পর্যন্ত মানুষ থাকতে পারবেন নির্দিষ্ট সেলুন বা পার্লারে৷
করোনা তৎপরতায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে সরকার৷ সেলুনে আসা কেউ করোনায় আক্রান্ত হলে খুব সহজে গ্রাহকদের নথি দেখে সকলকে কোয়ারেন্টাইনে পাঠানো যাবে এবং সতর্কও করা সম্ভব হবে তাড়াতাড়ি৷ তাই এই নিয়ম৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আধার না থাকলে সেলুনে কাটা যাবে না চুল-দাড়ি! নিয়মে নাজেহাল সাধারণ মানুষ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement