#বান্দ্রা: লকডাউনের সময় বাড়িতে থাকার জন্য প্রচার করছেন বলিউড তারকারা৷ খোদ সলমন খান লকডাউন নিয়ে গান গেয়েছেন৷ কিন্তু সেই সলমনের বাবা সেলিম খানের বিরুদ্ধেই লকডাউনের বিধিভঙ্গের অভিযোগ উঠল৷
মুম্বইয়ের একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সলমন খান এই মুহূর্তে পনবেলে নিজের ফার্ম হাউসে ভাইপো নির্বাণের সঙ্গে রয়েছেন৷ কিন্তু তাঁর বাবা সেলিম খান বান্দ্রার বাড়িতে একাই রয়েছেন৷ স্থানীয় এক বাসিন্দার দাবিকে উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, প্রতিদিন সকালে আধ ঘণ্টা করে হাঁটতে যান সেলিম খান৷ বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তাঁর শারীরিক সমস্যার অজুহাত দিয়েছেন সেলিম খান৷
ওই সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, প্রতিদিনই নিজের বন্ধুদের নিয়ে হাঁটতে যান সেলিম খান৷ কিন্তু গত দু' তিন সপ্তাহ ধরে এক দিন ছেড়ে ছেড়ে তিনি হাঁটতে আসছেন৷ প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে ন'টা পর্যন্ত তাঁদের হাঁটতে দেখা যায়৷
প্রশ্ন করা হলে সেলিম খান জানান, তাঁর পিঠের নীচের দিকে ব্যথা রয়েছে৷ সেই কারণে চিকিৎসক তাঁকে হাঁটার পরামর্শ দিয়েছেন৷ তাঁর দাবি, তিনি গত চল্লিশ বছর ধরে হাঁটতে বের হন৷ হঠাৎ করে হাঁটা বন্ধ হলে তাঁর সমস্যা হবে৷ তাঁর আরও দাবি, এর জন্য সরকারের বিশেষ পাস নিয়েছেন তিনি৷ সেলিম খানের দাবি অনুযায়ী, তিনি লকডাউনের কোনও বিধিভঙ্গ করছেন না৷
সেলিম খানকে হাঁটতে বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেছেন৷ তাঁদের প্রশ্ন, তারকার বাবা হওয়াতেই সেলিম খানকে কিছু বলছে না পুলিশ- প্রশাসন৷ এর আগে অবশ্য নিজের বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সলমন খানও৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, Salim Khan, Salman Khan