লকডাউন বিধিভঙ্গের অভিযোগ সলমনের বাবার বিরুদ্ধে, ধরা পড়তে দিলেন এমনই যুক্তি

Last Updated:

মুম্বইয়ের একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সলমন খান এই মুহূর্তে পনবেলে নিজের ফার্ম হাউসে ভাইপো নির্বাণের সঙ্গে রয়েছেন৷

#বান্দ্রা: লকডাউনের সময় বাড়িতে থাকার জন্য প্রচার করছেন বলিউড তারকারা৷ খোদ সলমন খান লকডাউন নিয়ে গান গেয়েছেন৷ কিন্তু সেই সলমনের বাবা সেলিম খানের বিরুদ্ধেই লকডাউনের বিধিভঙ্গের অভিযোগ উঠল৷
মুম্বইয়ের একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সলমন খান এই মুহূর্তে পনবেলে নিজের ফার্ম হাউসে ভাইপো নির্বাণের সঙ্গে রয়েছেন৷ কিন্তু তাঁর বাবা সেলিম খান বান্দ্রার বাড়িতে একাই রয়েছেন৷ স্থানীয় এক বাসিন্দার দাবিকে উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, প্রতিদিন সকালে আধ ঘণ্টা করে হাঁটতে যান সেলিম খান৷ বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তাঁর শারীরিক সমস্যার অজুহাত দিয়েছেন সেলিম খান৷
advertisement
ওই সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, প্রতিদিনই নিজের বন্ধুদের নিয়ে হাঁটতে যান সেলিম খান৷ কিন্তু গত দু' তিন সপ্তাহ ধরে এক দিন ছেড়ে ছেড়ে তিনি হাঁটতে আসছেন৷ প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে ন'টা পর্যন্ত তাঁদের হাঁটতে দেখা যায়৷
advertisement
প্রশ্ন করা হলে সেলিম খান জানান, তাঁর পিঠের নীচের দিকে ব্যথা রয়েছে৷ সেই কারণে চিকিৎসক তাঁকে হাঁটার পরামর্শ দিয়েছেন৷ তাঁর দাবি, তিনি গত চল্লিশ বছর ধরে হাঁটতে বের হন৷ হঠাৎ করে হাঁটা বন্ধ হলে তাঁর সমস্যা হবে৷ তাঁর আরও দাবি, এর জন্য সরকারের বিশেষ পাস নিয়েছেন তিনি৷ সেলিম খানের দাবি অনুযায়ী, তিনি লকডাউনের কোনও বিধিভঙ্গ করছেন না৷
advertisement
সেলিম খানকে হাঁটতে বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেছেন৷ তাঁদের প্রশ্ন, তারকার বাবা হওয়াতেই সেলিম খানকে কিছু বলছে না পুলিশ- প্রশাসন৷ এর আগে অবশ্য নিজের বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সলমন খানও৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউন বিধিভঙ্গের অভিযোগ সলমনের বাবার বিরুদ্ধে, ধরা পড়তে দিলেন এমনই যুক্তি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement