বাবা ঋষি কাপুরকে ঋদ্ধিমা খুব মিস করেন, বাবা-মায়ের সম্পর্কে গোপন কথা ফাঁস মেয়ের

Last Updated:

বাবার মৃত্যুর পর থেকে মা নীতু সিং-এর সঙ্গেই আছেন ঋদ্ধিমা

#মুম্বই: প্রায় এক মাস প্রয়াত হয়েছেন ঋষি কাপুর ৷ নিকট আত্মীয় থেকে বন্ধুবান্ধব এখনও পর্যন্ত কেউই মেনে নিতে পারছেন না ঋষি প্রয়াণের খবর ৷ তাঁর প্রয়াণে বলিউডে এক বড় শূন্যতার সৃষ্টি হয়েছে ৷ নীতু সিং ও সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তগুলি বারেবারে চোখের সামনে ভেসে ওঠে পরিবারের লোকেদের ৷ ঋষি কাপুরের প্রয়াণের পর থেকে মেয়ে ঋদ্ধিমা কাপুর নীতু সিং-এর সঙ্গেই আছেন ৷ বাবার কথায় বারবার মনে পড়ছে তাঁর৷  বাবার জন্য মন খারাপ রয়েছে সব সময়েই ৷ সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় ঋদ্ধিমা কাপুর ৷
তিনি ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন ৷ পোস্টে স্ক্র্যাবল বোর্ড ও স্কোর শিটে একটি ছবি দেখতে পাওয়া গিয়েছে ৷ সেই ছবিতে তিনি ক্যাপশন লিখেছেন 'বাবা মাকে ভালভাবে প্রশিক্ষণ দিয়েছে, এই খেলায় বাবা আমাকে দুবার হারিয়েছিল ৷' মায়ের সঙ্গে খেলতে গিয়ে ঋদ্ধিমা যখনই খেলায় হারতেন তখনই বাবার প্রশংসা করতেন ৷ ঋষি কাপুরের অন্যতম প্রিয় খেলা ছিল স্ক্র্যাবেল বোর্ড ৷ ঋষি ও নীতুর মেয়ে ঋদ্ধিমা কাপুর, রণবীরের থেকে ২ বছরের বড় ৷
advertisement
advertisement
২০০৬ সালে ঋদ্ধিমার বিয়ে দিল্লির ব্যবসায়ী ভারত সাহানীর সঙ্গে হয়েছিল ৷ ২০১১ সালে ভারত ও ঋদ্ধিমার সন্তান সমারার জন্ম হয়েছিল ৷ ঋদ্ধিমা দিল্লিতেই থাকেন৷ লকডাউনে বাবার মৃত্যুতে শেষকৃত্যে যোগ দিতে পারেননি ৷ এই আপসোস ঋদ্ধিমার সারা জীবন ধরেই থাকবে ৷ তাঁর কথাতেই সব সময়ে ফুটে সেই কথা ৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বাবা ঋষি কাপুরকে ঋদ্ধিমা খুব মিস করেন, বাবা-মায়ের সম্পর্কে গোপন কথা ফাঁস মেয়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement