করোনা ত্রাণ তহবিলে ৩ লাখ টাকা দান শিলিগুড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতির

Last Updated:
Partha Sarkar
#শিলিগুড়ি: করোনা মোকাবিলায় দেশ জুড়েই চলছে চরম সতর্কতা। আক্রান্তের সংখ্যাও বাড়ছে। বিভিন্ন রাজ্যেও জাল ছড়াচ্ছে করোনা। রাজ্য ও কেন্দ্র একাধীক উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী করোনা ত্রান তহবিল খুলেছে। দেশের, রাজ্যের সেলিব্রিটিরা ইতিমধ্যেই রিলিফ ফাণ্ডে চেক জমা করেছেন। এগিয়ে এসছেন জাতীয় মহিলা দলের ক্রিকেটার শিলিগুড়ির ষোড়শী রিচা ঘোষ। করোনা তহবিলে দান করলেন শিলিগুড়ির এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ রাউথ ও তাঁর স্ত্রী তৃপ্তী রাউথ। আজই তাঁরা তাঁদের পিএফ অ্যাকাউন্ট থেকে মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে দিলেন তিন লাখ টাকার চেক।
advertisement
রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের মাধ্যমে চেক পাঠালেন মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে। নজির গড়লেন বটে এই রাউথ দম্পতি। নজরুল শতবার্ষিকী বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুভাষ রাউথের এগিয়ে আসাকে স্যালুট জানিয়েছেন শহরবাসী। অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি অনেকের চোখই খুলে দিয়েছেন। এছাড়া শিলিগুড়ির আরও অনেকেই আজ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজেদের সাধ্য মতো এগিয়ে এসে অর্থ অনুদান করেন। শিলিগুড়ির বর্ধমান রোডের বিদ্যাসাগর ক্লাব দিয়েছে ৫১ হাজার টাকার চেক। ফুলবাড়ি লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ১০ হাজার টাকার চেক তুলে দিয়েছে মন্ত্রীর হাতে।
advertisement
advertisement
শিলিগুড়ির ৩৭ নং ওয়ার্ডের মিত্র সংঘ দিয়েছে ৩০ হাজার টাকার চেক। চেকগুলো দ্রুত যথাযথ জায়গায় পাঠিয়ে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। শহরের বিভিন্ন প্রান্ত থেকেই করোনা ত্রাণ তহবিলে অর্থ অনুদানের কথা ঘোষণা করেছেন। আবার অনেক সংগঠন, অনেকে ব্যক্তিগতভাবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে অর্থ অনুদান করেছেন। শিলিগুড়ি পুরসভার মেয়র করোনা রিলিফ ফাণ্ডেও অনেকে অনুদান করেছেন। এর আগেও এই ধরনের আপৎকালীন বিপদে এগিয়ে এসছে শিলিগুড়ি। এবারেও ব্যতিক্রমী ছবি ধরা পড়েনি। রাজ্য, দেশবাসীর পাশে শহর শিলিগুড়ি।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা ত্রাণ তহবিলে ৩ লাখ টাকা দান শিলিগুড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement