লুঙ্গি ডান্স-বত্তমিজ দিল গানে তুমুল নাচ, কোয়ারেন্টাইন সেন্টারের ফ্লোর মাতানো ভিডিও নিমেষে ভাইরাল

Last Updated:

ভাইরাল ভিডিওটি ত্রিপুরার আগরতলার একটি কোয়ারেন্টাইন সেন্টারের । সেখানে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন কয়েক-শ করোনা সন্দেহভাজন ব্যক্তি ।

#আগরতলা: কোয়ারেন্টাইন সেন্টার নাকি বিয়ে বাড়ি !
মিউজিক সিস্টেমের ফুল ভলিউমে একে একে বাজছে ইশক হ্যায় দিওয়ানা , লুঙ্গি ডান্স , বত্তমিজ দিল , থেকে পিপল অন দ্য ফ্লোর / কাম অ্যান্ড ডান্স সাম মোর  । সঙ্গে তুমুল নাচছেন  কম বয়সী থেকে মাঝ বয়সী একদল লোক। দরজা খুলে ভিতরে প্রবেশ করলে যে কারও  মনে হতে পারে কোনও ডিস্কে বা ডান্স ফ্লোরে এসে পৌঁছে গিয়েছেন তিনি । ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ।
advertisement
কিন্তু না । এটা কোনও  ডিস্ক বা ডান্স ফ্লোরের ভিডিও নয় । এই ছবি ত্রিপুরার আগরতলার একটি কোয়ারেন্টাইন সেন্টারের । সেখানে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন কয়েক-শ করোনা সন্দেহভাজন ব্যক্তি । যাঁদের পরিবার ছেড়ে দিনের পর দিন সেখানে থাকতে হচ্ছে । যা অত্যন্ত হতাশাব্যাবঞ্জক । তাই তাঁরাই অবসাদ এবং একঘেয়েমি কাটাতে নিজেদের মধ্যে নানাভাবে সময় কাটাচ্ছেন । কেউ কেউ যেখানে রয়েছেন , সেই কোয়ারেন্টাইন সেন্টারে রঙ করে দিচ্ছেন , কেউ আবার ফুলগাছ লাগাচ্ছেন । কেউ নাচ-গান করে একে ওপরের মনোরঞ্জন করছেন । এই ভিডিওটি তার ব্যতিক্রম নয় ।
advertisement
advertisement
যদিও নেটিজেনরা অনেকেই সামাজিক দূরত্ব না মেনে এভাবে একসঙ্গে নাচার বিষয়ে আপত্তি জানিয়েছেন । এ প্রসঙ্গে সেই কোয়ারেন্টাইন সেন্টারের এক আবাসিক বলেন , "অনেক বিতর্ক হতে পারে । কিন্তু আমরা আমদের পরিবার থেকে অনেক দূরে । ফলে নানান কিছু সারাদিন মাথায় আসছে। চারটে ঘরের মধ্যে আমরা বন্দি । তাই নিজেদের মধ্যে এভাবে গান গেয়ে, নাচানাচি করে সময় কাটাচ্ছি ।"
advertisement
প্রসঙ্গত , পরিযায়ী শ্রমিকদের জন্য কোয়ারেন্টাইন সেন্টারে থাকা বাধ্যতামূলক করা হয়েছে । পরিযায়ীদের কোয়ারেন্টাইন পর্ব শেষ হচ্ছে ১৫ জুন । তারপরেই বন্ধ করে দেওয়া হবে সেন্টারগুলো । দিনের পর দিন কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে থাকতে শ্রমিকরা নিঃসঙ্গতায় ভুগছেন । একঘেঁয়ে জীবন যাপনে অবসাদ গ্রাস করছে তাঁদের । এর আগে বিহারের একটি স্কুলে তৈরি হওয়া কোয়ারেন্টাইন সেন্টারে এক ব্যক্তির তুমুল নাচের ভিডিও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায় । যা দেখে হাসির রোল উঠেছিল  ।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লুঙ্গি ডান্স-বত্তমিজ দিল গানে তুমুল নাচ, কোয়ারেন্টাইন সেন্টারের ফ্লোর মাতানো ভিডিও নিমেষে ভাইরাল
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement