Coronavirus Second Wave: দেরি নয়, মুম্বই পৌঁছেই, সরাসরি করোনা যুদ্ধে মাঠে নামলেন বিরাট কোহলি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
স্ত্রী অনুষ্কা শর্মা আগেই জানিয়েছিলেন তিনি ও বিরাট দু‘জনেই দেশের করোনা পরিস্থিতিতে কাজ করতে চান৷ স্ত্রী-র কথা অক্ষরে অক্ষরে ফলিয়ে দিলেন ক্যাপ্টেন কোহলি৷
#মুম্বই: RCB ও ভারতের অধিনায়ক বিরাট কোহলি আইপিএল সাসপেন্ড হতেই ফিরলেন মুম্বইতে৷ আর সেখানে ফিরেই তিনি কোভিডের রিলিফ কার্যে ঝাঁপিয়ে পড়লেন৷ কোহলি যুব সেনা-র সঙ্গে যোগাযোগ করে রাহুল কানালে-র সঙ্গে কাজে নেমে পড়েছেন৷ অনুষ্কা শর্মা আগেই জানিয়েছিলেন তিনি ও তাঁর স্বামী করোনার মোকাবিলায় যুদ্ধে নামবেন৷ আর মুম্বইয়ে ফিরেই স্ত্রী-র কথামতোই কাজে নেমে পড়লেন বিরাট কোহলি৷
ভারত অধিনায়কের কাজের প্রশংসা করে ছবি শেয়ার করেছেন কানাল তিনি লিখেছেন, “Meeting our Captain…Respect and love for the movement he has started working on for COVID relief… No words just Respect and Prayers for all his efforts !!! @imVkohli,” -অর্থাৎ আমাদের অধিনায়কের সঙ্গে দেখা হল, এই মুভমেন্টের জন্য শ্রদ্ধা ও ভালোবাসাষ উনি কোভিড ত্রাণের কাজ শুরু করলেন৷ তাঁর এই চেষ্টার জন্য শ্রদ্ধা ও প্রার্থনা৷
advertisement
Meeting our Captain...Respect and love for the movement he has started working on for COVID relief... No words just Respect and Prayers for all his efforts !!! @imVkohli 🙏 pic.twitter.com/qZEQEKzgM7
— Rahul.N.Kanal (@Iamrahulkanal) May 5, 2021
advertisement
যে টিশার্টটি বিরাট কোহলি পরেছিলেন সেখানে সামাজিক দূরত্ববিধি নিয়ে বিশেষ বার্তা দেওয়া ছিল৷ এবারর আইপিএলে বিরাট কোহলির আরসিবি একদম দারুণ ছিল৷ তারা শুরু থেকেই এবারের ফর্মের সেরায় ছিলেন৷ তারা এ ুপর্যন্ত একটি মাত্র ম্যাচ হেরেছিলেন৷ কিন্তু ভাগ্যের ফেরে করোনা অতিমারি এত বৃদ্ধি পেল যে টুর্নামেন্ট মাঝপথেই থেমে গেল৷
advertisement
আইপিএল ২০২১ (IPL 2021) -এ প্রথম করোন সংক্রমিত প্লেয়ার হন কেকেআরের (KKR)-র বরুণ চক্রবর্তী তিনি প্রথম প্লেয়ার যিনি করোনা চলাকালীন করোনা সংক্রমিত (positive for Covid-19) হন৷ তাঁর সতীর্থ সন্দীপ ওয়ারিয়রও করোনা সংক্রমিত হন৷ এরপর সানরাইজার্স হায়দরাবাদ থেকে ঋদ্ধিমান ও দিল্লির অমিত মিশ্র৷
একাধিক দলে সংক্রমণ ছড়িয়ে পড়ায় আইপিএল আপাতত স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই৷ এদিকে বাইশ গজের লড়াই থেকে অব্যহতি পেয়ে ঘরে ফিরেই বিরাট করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করার কাজে নেমে যান (second wave of Coronavirus)৷
advertisement
চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে সুরেশ রায়না ( Suresh Raina) জানিয়েছেন দেশ এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এটা কোনও ছেলেখেলা নয়৷ যেখানে আইপিএল রদ করতে হয়েছে৷ তবে তিনি আশাবাদী সারা দেশ একসঙ্গে লড়াই করে এই পরিস্থিতির থেকে মুক্তি পাবে৷ তিনি জানিয়েছেন প্রচুর জীবন প্রশ্নের মুখে এই অবস্থায় মানুষের জীবনের থেকে আর কিছু গুরুত্বপূর্ণ হতে পারে না৷ এখন আমাদের ক্ষমতা শেষ হয়ে আসছে তবুও প্রতিটা মানুষ প্রতিটা মানুষের জীবনের জন্য দাঁড়াচ্ছে এটাই সবচেয়ে বড়৷
view commentsLocation :
First Published :
May 06, 2021 9:59 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus Second Wave: দেরি নয়, মুম্বই পৌঁছেই, সরাসরি করোনা যুদ্ধে মাঠে নামলেন বিরাট কোহলি