বৃদ্ধ নয়, করোনায় প্রাণ গেল এক শিশুর! অত্যন্ত চিন্তিত চিকিৎসকরা

Last Updated:

শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে শিকাগোর স্বাস্থ্য মন্ত্রক৷ এর আগে ফ্রান্সে ১৬ বছর বয়সী এক মেয়ের মৃত্যু হয়েছে৷

#শিকাগো: করোনায় মৃত্যুর আশঙ্কা থাকছে বয়স্কদের৷ এই তথ্যকে ভুল প্রমাণ করে মৃত্যু হল ১ বছর বয়সের কম এক শিশুর৷ করোনার আক্রান্তের ইতিহাসে যা বিরল ঘটনা৷ এতদিন পর্যন্ত করোনায় মৃত্যুর তথ্য যা সামনে এসেছে তাতে দেখা গিয়েছিল যে ৬০ বা ৬৫ উর্দ্ধের সংখ্যাই তাতে বেশি৷ কিন্তু এবার এই শিশুর মৃত্যু কাপালে ভাঁজ ফেলেছে চিকিৎসকদের৷ এতদিন পর্যন্ত মনে করা হচ্ছিল যে তারা হয়ত এই মারণরোগ থেকে বেঁচে গিয়েছে৷ কিন্তু এই শিশুর মৃত্যু সেই বিশ্বাসকে নাড়িয়ে দিল৷ যা ভীষণভাবেই ভয়ঙ্কর৷
ঘটনাটি শিকাগো শহরের৷ সেখানকার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে এই শিশুর শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছিল৷ শিশু বয়স ১ বছরের কম৷ এর আগে করোনায় এত ছোট শিশুর মৃত্যুর খবর নেই৷ যদিও শিশুর মৃত্যু কারণ খতিয়ে দেখা হচ্ছে৷ অর্থাৎ করোনার সংক্রমণের ফলে এই মৃত্যু নাকি অন্য কারণে তার মৃত্যু হয়েছে, তাই জানার চেষ্টা চলছে৷
advertisement
শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে শিকাগোর স্বাস্থ্য মন্ত্রক৷ এর আগে ফ্রান্সে ১৬ বছর বয়সী এক মেয়ের মৃত্যু হয়েছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বৃদ্ধ নয়, করোনায় প্রাণ গেল এক শিশুর! অত্যন্ত চিন্তিত চিকিৎসকরা
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement