বৃদ্ধ নয়, করোনায় প্রাণ গেল এক শিশুর! অত্যন্ত চিন্তিত চিকিৎসকরা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে শিকাগোর স্বাস্থ্য মন্ত্রক৷ এর আগে ফ্রান্সে ১৬ বছর বয়সী এক মেয়ের মৃত্যু হয়েছে৷
#শিকাগো: করোনায় মৃত্যুর আশঙ্কা থাকছে বয়স্কদের৷ এই তথ্যকে ভুল প্রমাণ করে মৃত্যু হল ১ বছর বয়সের কম এক শিশুর৷ করোনার আক্রান্তের ইতিহাসে যা বিরল ঘটনা৷ এতদিন পর্যন্ত করোনায় মৃত্যুর তথ্য যা সামনে এসেছে তাতে দেখা গিয়েছিল যে ৬০ বা ৬৫ উর্দ্ধের সংখ্যাই তাতে বেশি৷ কিন্তু এবার এই শিশুর মৃত্যু কাপালে ভাঁজ ফেলেছে চিকিৎসকদের৷ এতদিন পর্যন্ত মনে করা হচ্ছিল যে তারা হয়ত এই মারণরোগ থেকে বেঁচে গিয়েছে৷ কিন্তু এই শিশুর মৃত্যু সেই বিশ্বাসকে নাড়িয়ে দিল৷ যা ভীষণভাবেই ভয়ঙ্কর৷
ঘটনাটি শিকাগো শহরের৷ সেখানকার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে এই শিশুর শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছিল৷ শিশু বয়স ১ বছরের কম৷ এর আগে করোনায় এত ছোট শিশুর মৃত্যুর খবর নেই৷ যদিও শিশুর মৃত্যু কারণ খতিয়ে দেখা হচ্ছে৷ অর্থাৎ করোনার সংক্রমণের ফলে এই মৃত্যু নাকি অন্য কারণে তার মৃত্যু হয়েছে, তাই জানার চেষ্টা চলছে৷
advertisement
শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে শিকাগোর স্বাস্থ্য মন্ত্রক৷ এর আগে ফ্রান্সে ১৬ বছর বয়সী এক মেয়ের মৃত্যু হয়েছে৷
advertisement
Location :
First Published :
March 29, 2020 3:28 PM IST