স্যুইমিং পুল, অডিটোরিয়াম, কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিল এই পুরসভা

Last Updated:

বাইরে থেকে আসা ৩৬ জনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানালেন পুরসভার চেয়ারম্যান পল্লবকান্তি দাস ৷

#কলকাতা: দুটি অডিটোরিয়াম, সুইমিং পুল, কোচিং সেন্টার, পুরসভার সমস্ত পার্ক বন্ধ করে দিল রাজপুর সোনারপুর পুরসভা ৷ করোনা পরিস্থিতির মোকাবিলায় রাজপুর সোনারপুর পুরসভার প্রধান কার্যালয় হরিনাভীর অফিসে মঙ্গলবার সন্ধেবেলায় একটি গুরুত্বপুর্ণ বৈঠকের আয়োজন করা হয় ৷ পুরসভার বিভিন্ন বিভাগের আধিকারিকরাও ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স মেডিক্যাল অফিসার ডাক্তার অনিরুদ্ধ সেনগুপ্ত ৷ তিনি সকলকে সচেতন থাকার কথা বলেছেন ৷ অন্যদিকে চেয়ারম্যান পল্লব কান্তি দাস বলেন, পুরসভার প্রতিটি অফিসে স্ক্যানার বসানো হচ্ছে, এছাড়া হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি ৷ বাইরে থেকে আসা ৩৬ জনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানালেন পুরসভার চেয়ারম্যান পল্লবকান্তি দাস ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
স্যুইমিং পুল, অডিটোরিয়াম, কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিল এই পুরসভা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement