স্যুইমিং পুল, অডিটোরিয়াম, কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিল এই পুরসভা

Last Updated:

বাইরে থেকে আসা ৩৬ জনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানালেন পুরসভার চেয়ারম্যান পল্লবকান্তি দাস ৷

#কলকাতা: দুটি অডিটোরিয়াম, সুইমিং পুল, কোচিং সেন্টার, পুরসভার সমস্ত পার্ক বন্ধ করে দিল রাজপুর সোনারপুর পুরসভা ৷ করোনা পরিস্থিতির মোকাবিলায় রাজপুর সোনারপুর পুরসভার প্রধান কার্যালয় হরিনাভীর অফিসে মঙ্গলবার সন্ধেবেলায় একটি গুরুত্বপুর্ণ বৈঠকের আয়োজন করা হয় ৷ পুরসভার বিভিন্ন বিভাগের আধিকারিকরাও ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স মেডিক্যাল অফিসার ডাক্তার অনিরুদ্ধ সেনগুপ্ত ৷ তিনি সকলকে সচেতন থাকার কথা বলেছেন ৷ অন্যদিকে চেয়ারম্যান পল্লব কান্তি দাস বলেন, পুরসভার প্রতিটি অফিসে স্ক্যানার বসানো হচ্ছে, এছাড়া হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি ৷ বাইরে থেকে আসা ৩৬ জনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানালেন পুরসভার চেয়ারম্যান পল্লবকান্তি দাস ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
স্যুইমিং পুল, অডিটোরিয়াম, কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিল এই পুরসভা
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement