করোনা ভ্যাকসিনের 'প্রথম ধাপে' সফল আমেরিকার ওষুধ সংস্থা Moderna

Last Updated:

এই ভ্যাকসিনটি সম্পূর্ণভাবে নিরাপদ ও যথেষ্ট সহনশীল বলেই দাবি সংস্থার৷ একটি বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে৷

#ওয়াশিংটন: করোনা ভ্যাকসিনের পরীক্ষায় প্রথম ধারে সফল্য এসেছে, ঘোষণা করল মার্কিন বায়োটেক সংস্থা মডার্না ভ্যাকসিন ,mRNA-1273, মানব শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে বলেই তাদের দাবি৷ এই বিশেষ টিকা ৮ জনের শরীরে পরীক্ষা করা হলেও তাঁরা সকলেই করোনা মোকাবিলায় জয়ী হয়েছেন বলেই জানিয়েছে এই বয়োটেক সংস্থা৷
এই ভ্যাকসিনটি সম্পূর্ণভাবে নিরাপদ ও যথেষ্ট সহনশীল বলেই দাবি সংস্থার৷ একটি বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে৷ প্রাকৃতিক ভাবে যে সংক্রমণ হয় (natural infection) তার বিরুদ্ধে লড়তে তৈরি এই টিকা৷ অন্তত প্রথম ধাপের পরীক্ষা সেই প্রমাণ করেছে বলে জানিয়েছেন মডার্নার চিফ মেডিক্যাল অফিসার ট্যাল জাকস৷
পরীক্ষাটি করা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব হেল্থের পক্ষ থেকে৷ এই ভ্যাকসিন পরীক্ষার জন্য মার্কিন সরকার খরচ করেছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা৷
advertisement
advertisement
তবে এটা একেবারে প্রথমিক স্তরের পরীক্ষা বলেও ঘোষণা করেছে মোডরনা৷ প্রথম পর্যায়ে যে পরীক্ষাটি হয়েছে তাতে ৪৫জনের ওপর পরীক্ষা চালানো হয়৷ সেই পরীক্ষার গোটা রিপোর্টটি যদিও এখনও সামনে আসেনি৷ মোট ৩ দফায় চলেছে পরীক্ষা৷ ১৫জনের দলে ভাগ করা হয় সকলকে৷
এরপর দ্বিতীয় দফার পরীক্ষায় আরও বেশি মানব শরীর ব্যবহার করা হবে৷ তবে তৃতীয় দফাটি সব থেকে গুরুত্বপূর্ণ৷ কারণ সেই পরীক্ষায় সফল হতে পারেলেই মিলবে সম্পূর্ণ সাফল্য৷ যার দিকে এই মুহূর্তে চেয়ে রয়েছে গোটা দুনিয়া৷
advertisement
এছাড়াও ইঁদুরের ওপর পরীক্ষায় দেখা গিয়েছে যে ভ্যাকসিনের ফলে তাদের ফুসফুসে কোনও ভাইরাসের সংক্রমণ হয়নি৷ দাবি এই সংস্থার৷
তবে আপাতত তৃতীয় ধাপ সাফল্যের সঙ্গে পার করার দিকেই পাখির চোখ করেছে মডার্না৷ যত তাড়াতাড়ি সম্ভব সে পথে এগোচ্ছে সংস্থা, জানিয়েছেন সংস্থার সিইও স্টেফান ব্যানসেল৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা ভ্যাকসিনের 'প্রথম ধাপে' সফল আমেরিকার ওষুধ সংস্থা Moderna
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement