করোনা ভ্যাকসিনের 'প্রথম ধাপে' সফল আমেরিকার ওষুধ সংস্থা Moderna
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এই ভ্যাকসিনটি সম্পূর্ণভাবে নিরাপদ ও যথেষ্ট সহনশীল বলেই দাবি সংস্থার৷ একটি বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে৷
#ওয়াশিংটন: করোনা ভ্যাকসিনের পরীক্ষায় প্রথম ধারে সফল্য এসেছে, ঘোষণা করল মার্কিন বায়োটেক সংস্থা মডার্না ভ্যাকসিন ,mRNA-1273, মানব শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে বলেই তাদের দাবি৷ এই বিশেষ টিকা ৮ জনের শরীরে পরীক্ষা করা হলেও তাঁরা সকলেই করোনা মোকাবিলায় জয়ী হয়েছেন বলেই জানিয়েছে এই বয়োটেক সংস্থা৷
এই ভ্যাকসিনটি সম্পূর্ণভাবে নিরাপদ ও যথেষ্ট সহনশীল বলেই দাবি সংস্থার৷ একটি বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে৷ প্রাকৃতিক ভাবে যে সংক্রমণ হয় (natural infection) তার বিরুদ্ধে লড়তে তৈরি এই টিকা৷ অন্তত প্রথম ধাপের পরীক্ষা সেই প্রমাণ করেছে বলে জানিয়েছেন মডার্নার চিফ মেডিক্যাল অফিসার ট্যাল জাকস৷
পরীক্ষাটি করা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব হেল্থের পক্ষ থেকে৷ এই ভ্যাকসিন পরীক্ষার জন্য মার্কিন সরকার খরচ করেছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা৷
advertisement
advertisement
তবে এটা একেবারে প্রথমিক স্তরের পরীক্ষা বলেও ঘোষণা করেছে মোডরনা৷ প্রথম পর্যায়ে যে পরীক্ষাটি হয়েছে তাতে ৪৫জনের ওপর পরীক্ষা চালানো হয়৷ সেই পরীক্ষার গোটা রিপোর্টটি যদিও এখনও সামনে আসেনি৷ মোট ৩ দফায় চলেছে পরীক্ষা৷ ১৫জনের দলে ভাগ করা হয় সকলকে৷
এরপর দ্বিতীয় দফার পরীক্ষায় আরও বেশি মানব শরীর ব্যবহার করা হবে৷ তবে তৃতীয় দফাটি সব থেকে গুরুত্বপূর্ণ৷ কারণ সেই পরীক্ষায় সফল হতে পারেলেই মিলবে সম্পূর্ণ সাফল্য৷ যার দিকে এই মুহূর্তে চেয়ে রয়েছে গোটা দুনিয়া৷
advertisement
এছাড়াও ইঁদুরের ওপর পরীক্ষায় দেখা গিয়েছে যে ভ্যাকসিনের ফলে তাদের ফুসফুসে কোনও ভাইরাসের সংক্রমণ হয়নি৷ দাবি এই সংস্থার৷
তবে আপাতত তৃতীয় ধাপ সাফল্যের সঙ্গে পার করার দিকেই পাখির চোখ করেছে মডার্না৷ যত তাড়াতাড়ি সম্ভব সে পথে এগোচ্ছে সংস্থা, জানিয়েছেন সংস্থার সিইও স্টেফান ব্যানসেল৷
Location :
First Published :
May 18, 2020 11:23 PM IST