#চুরুলিয়াঃ লক ডাউনের মধ্যেই রণক্ষেত্র চেহারা নিল আসানসোলের জামুড়িয়ার চুরুলিয়া। কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা নিয়ে বিক্ষোভের সূত্রপাত। যা ক্রমেই রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে রীতিমত অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ এবং গ্রামের বাসিন্দাদের মধ্যে খন্ডযুদ্ধে বেধে যায়। সেইসময় আহত হন থানার ওসি। এছাড়া পাঁচকর্মী চোট পান। এঁদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন মহিলা পুলিশকর্মীও। জানা গিয়েছে, রণক্ষেত্রের মধ্যে পড়ে ওসির পা ভেঙে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন আগে চুরুলিয়াতে একটি কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়। আর তা খোলার পর থেকেই অশান্তির সূত্রপাত। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে ওই সেন্টার বন্ধ করে দিতে হবে। কিন্তু, ট্যাঁট্যাঁ কর্ণপাত করেনি প্রশাসন। এরপর মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই কোয়ারেন্টাইন সেন্টারে ঢুকতে গেলে শুরু হয় তর্কাতর্কি। মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Churulia, Quarantine, Quarantine Centre