ঘরে তৈরি মাস্কের পর ডিজাইনার গামছায় মুখ বেঁধে জাতির উদ্দেশে বার্তা মোদির

Last Updated:

লালপাড়, খয়েরি কালো সুতোয় কাজ করা গামছাটিই মোদির মুখ রক্ষার বর্ম ৷

#নয়াদিল্লি: মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ঘরে তৈরি মাস্কে মুখ ঢেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ করোনা সংক্রমণ ঠেকাতে মাস্কের ব্যবহারের উপর বারবার জোর দেওয়া হচ্ছে ৷ দেশবাসীকে সচেতনতার বার্তা দিতেই মঙ্গলবার কাঁধে থাকা গামছায় মুখ বেঁধে ক্যামেরার সামনে হাজির হলেন প্রধানমন্ত্রী ৷
করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়তে প্রত্যাশা মতোই বাড়ল লকডাউনের সময়সীমা ৷ মঙ্গলবার অর্থাৎ ১৪ এপ্রিল সকালে জাতির উদ্দেশে বার্তায় মোদি আগামী ৩মে অবধি দেশজুড়ে লকডাউন বাড়িয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
পূর্বানির্ধারিত সূচি অনুযায়ীই কাঁটায় কাঁটায় দশটায় টিভির পর্দায় হাজির হলেন মোদি ৷ পরনে সাদা কুর্তা, ঘাড় ও গলায় প্যাঁচানো গামছার মতো একখন্ড কাপড় ৷ লালপাড়, খয়েরি কালো সুতোয় কাজ করা গামছাটিই মোদির মুখ রক্ষার বর্ম ৷ সেই দিয়েই প্রধানমন্ত্রী নিজের মুখ নাক ঢেকে দেন ৷ মাস্ক না পেলেও করোনা থেকে বাঁচতে বাড়িতে তৈরি মাস্কের মতো ব্যবহার করা যেতে পারে এক টুকরো কাপড়, এমনকি গামছাও ৷ জাতির উদ্দেশে বার্তাতেও বারবার মাস্ক ব্যবহার করার অনুরোধ প্রধানমন্ত্রীর ৷ এমনকী মোদি, ঘরে তৈরি মাস্কের উপর বেশি জোর দেন ৷
advertisement
advertisement
মোদির গলার এই গামছা নিঃসন্দেহে নজর কেড়েছে গোটা দেশের ৷  দেশবাসীকে সচেতন করার জন্য নিজের ট্যুইটারেরও প্রোফাইল ফটো পরিবর্তন করে ফেলেছেন প্রধানমন্ত্রী ৷ গামছা দিয়ে নাক মুখ ঢাকা ফটোকেই আপাতত সচেতনতা প্রচারের হাতিয়ার করেছেন তিনি ৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ঘরে তৈরি মাস্কের পর ডিজাইনার গামছায় মুখ বেঁধে জাতির উদ্দেশে বার্তা মোদির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement