ইউহানে বাদুড় বাহিত করোনা ভাইরাস রাখা ফ্রিজারের সিল ভাঙা! তবে চিন থেকে ছড়িয়েছে রোগ?
- Published by:Uddalak Bhattacharya
Last Updated:
পৃথিবীর ১৫০০ রকমের ভাইরাস এই ল্যাবে আছে। তার মধ্যে রয়েছে করোনা ভাইরাসও।
#ইউহান: আমেরিকা সহ অনেক দেশই দাবি করছে, চিনের ইউহানে থাকা ভাইরাসের ল্যাব থেকেই ছড়িয়ে পড়েছে করোনা। ক্রমে সেই নিয়ে সন্দেহ যেন আরও দানা বাঁধছে। কারণ, সম্প্রতি একটি ট্যুইট করেও পরে সেটি ডিলিট করে দিয়েছিল চিনা সংবাদমাধ্যম চায়না ডেইলি।
কী দেখা গিয়েছিল সেই ছবিতে? দেখা গিয়েছিল একটি বড় ফ্রিজারের মতো জিনিস থেকে একজন কর্মী কিছু ভাইরাসের স্যাম্পেল বের করছেন। একেবারে খোলামেলা ভাবে। ফ্রিজারের দরজা খোলা এমনকরে যেন সেটি সাধারণ কোনও আলমারির দরজা। পিপিই কিট নয়, সামান্য গ্লাভস আর মাস্ক পরে তিনি এই কাজ করছেন। উল্লেখ্য, পৃথিবীর ১৫০০ রকমের ভাইরাস এই ল্যাবে আছে। তার মধ্যে রয়েছে করোনা ভাইরাসও। এই আলমারিতেই নাকি করোনা ভাইরাসের নমুনা যা বাদুড়ের শরীরে থাকে, তা রাখা হয়েছে। স্বাভাবিকভাবে এই ছবি দেখে অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন।
advertisement

advertisement
সন্দেহ আরও দানা বেঁধেছে পরে। কারণ, ২০১৮ সালে এই ছবিটি একবার পোস্ট করেছিল চায়না ডেইলি। করোনা প্রকোপ বাড়ার পর সেটি আবারও তাঁরা পোস্ট করে। কিন্তু পোস্ট করার পর সেটি আবার ডিলিট করেও দেওয়া হয়। তাতেই সন্দেহ ওঠে চরমে। যদি কোনও ভূল না থাকে ছবিটিতে, তাহলে কেন সেটি ডিলিট করা হল? তবে কী সত্যিই চিনের ভূলে আজ পৃথিবী চরমের বিপদের মুখে পড়েছে?
view commentsLocation :
First Published :
Apr 21, 2020 4:47 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ইউহানে বাদুড় বাহিত করোনা ভাইরাস রাখা ফ্রিজারের সিল ভাঙা! তবে চিন থেকে ছড়িয়েছে রোগ?










