করোনার মধ্যে ঈদগাহে নামাজ নয়, প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিলেন ওঁরা

Last Updated:

প্ৰশাসনিক মহলের অনেকেই বলছেন, এমন সিদ্ধান্ত কার্যত নজিরবিহীন। মুসলিম সমাজের একদল প্রতিনিধি এ দিন মালদহের পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে দেখা করেন।

#মালদা: মালদা শহরে এ বার ঈদগাহ ময়দানে ঈদের নামাজ হবে না। লকডাউনের মধ্যে প্রকাশ্যে দল বেঁধে সমস্ত ধরনের ইদের নামাজ বাতিল করা হচ্ছে।শনিবার মালদহের জেলাশাসক ও পুলিশ সুপারকে লিখিতভাবে জানিয়ে দিলেন আটকোশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়া কর্তৃপক্ষ।
মালদা শহরের সুভাষপল্লী ঈদগাহ মাঠে প্রতি বছর ৩৪ টি সমাজের প্রায় কুড়ি হাজার মানুষ একসঙ্গে ইদের নামাজ পড়েন। এর পাশাপাশি শহরের  আরও আটটি মসজিদে ঈদের নামাজ পাঠ হয়। এবার প্রকাশ্যে দল বেঁধে নামাজের পরিবর্তে বাড়িতেই মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজ পাঠ করবেন বলে জানিয়েছে শহরের আটকোশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়া কর্তৃপক্ষ।
প্ৰশাসনিক মহলের অনেকেই বলছেন, এমন সিদ্ধান্ত কার্যত নজিরবিহীন। মুসলিম সমাজের  একদল প্রতিনিধি এ দিন মালদহের পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে দেখা করেন। জানিয়ে দেওয়া হয় সংগঠন লকডাউন ভেঙ্গে উৎসব পালনের পক্ষে নয়। শুধু তাই নয় ইদের বাজার ধরার জন্য গত কয়েক দিন শহরে একাধিক কাপড়ের দোকান খুলে যাওয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তাঁরা। ইতিমধ্যেই শহরের কিছু কাপড়ের দোকানে কেনাকাটার ভিড় লক্ষ্য করা গিয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনের নেতৃত্ব জানিয়েছে ইদের জন্য যাতে বাজার খোলা না হয় তার জন্য অবিলম্বে প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনার মধ্যে ঈদগাহে নামাজ নয়, প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিলেন ওঁরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement