#ব্যাঙ্কক: অলিম্পিক ব্রোঞ্জ মেডেল জয়ী ও প্রাক্তন এক নম্বর শাটলার সাইনা নেহওয়াল (Saina Nehwal) থাইল্যান্ড ওপেনের (Thailand Open) ঠিক আগে কোভিড পজিটিভ (Covid-19) হলেন৷ সাইনা নেহওয়ালকে টুর্নামেন্ট আয়োজকরা হাসপাতালে আইসোলেশনে রেখেছেন৷ এর ফলস্বরূপ তাঁর প্রথ রাউন্ডের প্রতিপক্ষ কিসোনা সেলভাদুরি ওয়াক ওভার পেয়ে যাচ্ছেন৷ আন্তর্জাতিক ব্যাডমিন্টন ক্যালেন্ডারে এটাই প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছিল৷ কারণ করোনা ভাইরাস অতিমারির জেরে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল আন্তর্জাতিক টুর্নামেন্ট৷
সাইনা নেহওয়াল ছিটকে যাওয়ার পরে এখন এই টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধু একমাত্র ভারতীয় মহিলা প্রতিযোগী৷ সাইনার পাশাপাশি কোভিড পজিটিভ হয়েছেন এইচ এস প্রণয়ও৷
NEWS UPDATE: Badminton Association of India is in constant touch with @bwf, players, team management and organizers. @himantabiswa @AJAYKUM78068675 #badminton pic.twitter.com/CBilGCpmO4
— BAI Media (@BAI_Media) January 12, 2021
থাইল্যান্ডে পৌঁছনোর পর সাইনা অভিযোগ করেছিলেন তাঁর সঙ্গে ফিজিও ও ট্রেনারদের দেখা করতে দেওয়া হচ্ছে না৷ এবং পুরো টুর্নামেন্ট চলাকালীনই এই দেখা না করতে দেওয়ার ফরমান ছিল৷ তিনি পুরো দলের মাত্র একঘণ্টার অনুশীলনের বিষয় নিয়েও আপত্তি তুলেছিলেন৷
এর আগে ভারতের তারকা শাটলার সাইনা নেহওয়াল, কিদম্বি শ্রীকান্ত, সাই প্রণীথ জানুয়ারির প্রথম সপ্তাহে থাইল্যান্ড গিয়েছেন৷ BWF Super 1000 tournaments -সমস্ত তারকা শাটলাররাই খেলেন তাতে অংশ নিতেই এঁরা গিয়েছেন৷ সেই সময় সকলেই কোভিড নেগেটিভ হয়েছিলেন৷
3rd COVID test here in bangkok 😢😢... The tournament starts tomorrow 👍👍 #bangkok #Thailandopen #tournament #badminton pic.twitter.com/Lc5c7YZkQa
— Saina Nehwal (@NSaina) January 11, 2021
সাইনা সদ্য সদ্যই করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছিলেন৷ অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের জন্য ফর্মে ফিরতে টুর্নামেন্টে অংশ নিতে অত্যধিক আগ্রহী ছিলেন৷
ভারতীয় দল এবং অ্যাথলিট ও স্টাফরা সকলেই করোনা পরীক্ষা দিয়েছিলেন ব্যাঙ্ককে পৌঁছনোর পরেই৷ ২২ দলের ২১৬ প্লেয়ার সহ ৮২৪ জনই তখন করোনা নেগেটিভ হয়েছিলেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Saina Nehwal