ফের করোনা পজিটিভ হলেন সাইনা, ছিটকে গেলেন থাইল্যান্ড ওপেন থেকে

Last Updated:

ভারতীয় দল এবং অ্যাথলিট ও স্টাফরা সকলেই করোনা পরীক্ষা দিয়েছিলেন ব্যাঙ্ককে পৌঁছনোর পরেই৷ ২২ দলের ২১৬ প্লেয়ার সহ ৮২৪ জনই তখন করোনা নেগেটিভ হয়েছিলেন৷

#ব্যাঙ্কক:  অলিম্পিক ব্রোঞ্জ মেডেল জয়ী ও প্রাক্তন এক নম্বর শাটলার সাইনা নেহওয়াল (Saina Nehwal) থাইল্যান্ড ওপেনের (Thailand Open) ঠিক আগে কোভিড পজিটিভ (Covid-19) হলেন৷ সাইনা নেহওয়ালকে টুর্নামেন্ট আয়োজকরা হাসপাতালে আইসোলেশনে রেখেছেন৷ এর ফলস্বরূপ তাঁর প্রথ রাউন্ডের প্রতিপক্ষ কিসোনা সেলভাদুরি ওয়াক ওভার পেয়ে যাচ্ছেন৷ আন্তর্জাতিক ব্যাডমিন্টন ক্যালেন্ডারে এটাই প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছিল৷ কারণ করোনা ভাইরাস অতিমারির জেরে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল আন্তর্জাতিক টুর্নামেন্ট৷
সাইনা নেহওয়াল ছিটকে যাওয়ার পরে এখন এই টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধু একমাত্র ভারতীয় মহিলা প্রতিযোগী৷ সাইনার পাশাপাশি কোভিড পজিটিভ হয়েছেন এইচ এস প্রণয়ও৷
advertisement
advertisement
থাইল্যান্ডে পৌঁছনোর পর সাইনা অভিযোগ করেছিলেন তাঁর সঙ্গে ফিজিও ও ট্রেনারদের দেখা করতে দেওয়া হচ্ছে না৷ এবং পুরো টুর্নামেন্ট চলাকালীনই এই দেখা না করতে দেওয়ার ফরমান ছিল৷ তিনি পুরো দলের মাত্র একঘণ্টার অনুশীলনের বিষয় নিয়েও আপত্তি তুলেছিলেন৷
এর আগে ভারতের তারকা শাটলার সাইনা নেহওয়াল, কিদম্বি শ্রীকান্ত, সাই প্রণীথ জানুয়ারির প্রথম সপ্তাহে থাইল্যান্ড গিয়েছেন৷ BWF Super 1000 tournaments -সমস্ত তারকা শাটলাররাই খেলেন তাতে অংশ নিতেই এঁরা গিয়েছেন৷ সেই সময় সকলেই কোভিড নেগেটিভ হয়েছিলেন৷
advertisement
সাইনা সদ্য সদ্যই করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছিলেন৷ অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের জন্য ফর্মে ফিরতে টুর্নামেন্টে অংশ নিতে অত্যধিক আগ্রহী ছিলেন৷
advertisement
 সাইনা ও সিন্ধু Denmark Open Super 750  ও SaarLorLux Super 100 অংশ নিতে পারেননি কারণ করোনা অতিমারির জেরে BWF সেগুলি আয়োজন করতে পারেনি৷ যার ফলে মার্চে All England Championship -র পর আর টুর্নামেন্ট খেলতে পারেননি৷
ভারতীয় দল এবং অ্যাথলিট ও স্টাফরা সকলেই করোনা পরীক্ষা দিয়েছিলেন ব্যাঙ্ককে পৌঁছনোর পরেই৷ ২২ দলের ২১৬ প্লেয়ার সহ ৮২৪ জনই তখন করোনা নেগেটিভ হয়েছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ফের করোনা পজিটিভ হলেন সাইনা, ছিটকে গেলেন থাইল্যান্ড ওপেন থেকে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement