ফের করোনা পজিটিভ হলেন সাইনা, ছিটকে গেলেন থাইল্যান্ড ওপেন থেকে

Last Updated:

ভারতীয় দল এবং অ্যাথলিট ও স্টাফরা সকলেই করোনা পরীক্ষা দিয়েছিলেন ব্যাঙ্ককে পৌঁছনোর পরেই৷ ২২ দলের ২১৬ প্লেয়ার সহ ৮২৪ জনই তখন করোনা নেগেটিভ হয়েছিলেন৷

#ব্যাঙ্কক:  অলিম্পিক ব্রোঞ্জ মেডেল জয়ী ও প্রাক্তন এক নম্বর শাটলার সাইনা নেহওয়াল (Saina Nehwal) থাইল্যান্ড ওপেনের (Thailand Open) ঠিক আগে কোভিড পজিটিভ (Covid-19) হলেন৷ সাইনা নেহওয়ালকে টুর্নামেন্ট আয়োজকরা হাসপাতালে আইসোলেশনে রেখেছেন৷ এর ফলস্বরূপ তাঁর প্রথ রাউন্ডের প্রতিপক্ষ কিসোনা সেলভাদুরি ওয়াক ওভার পেয়ে যাচ্ছেন৷ আন্তর্জাতিক ব্যাডমিন্টন ক্যালেন্ডারে এটাই প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছিল৷ কারণ করোনা ভাইরাস অতিমারির জেরে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল আন্তর্জাতিক টুর্নামেন্ট৷
সাইনা নেহওয়াল ছিটকে যাওয়ার পরে এখন এই টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধু একমাত্র ভারতীয় মহিলা প্রতিযোগী৷ সাইনার পাশাপাশি কোভিড পজিটিভ হয়েছেন এইচ এস প্রণয়ও৷
advertisement
advertisement
থাইল্যান্ডে পৌঁছনোর পর সাইনা অভিযোগ করেছিলেন তাঁর সঙ্গে ফিজিও ও ট্রেনারদের দেখা করতে দেওয়া হচ্ছে না৷ এবং পুরো টুর্নামেন্ট চলাকালীনই এই দেখা না করতে দেওয়ার ফরমান ছিল৷ তিনি পুরো দলের মাত্র একঘণ্টার অনুশীলনের বিষয় নিয়েও আপত্তি তুলেছিলেন৷
এর আগে ভারতের তারকা শাটলার সাইনা নেহওয়াল, কিদম্বি শ্রীকান্ত, সাই প্রণীথ জানুয়ারির প্রথম সপ্তাহে থাইল্যান্ড গিয়েছেন৷ BWF Super 1000 tournaments -সমস্ত তারকা শাটলাররাই খেলেন তাতে অংশ নিতেই এঁরা গিয়েছেন৷ সেই সময় সকলেই কোভিড নেগেটিভ হয়েছিলেন৷
advertisement
সাইনা সদ্য সদ্যই করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছিলেন৷ অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের জন্য ফর্মে ফিরতে টুর্নামেন্টে অংশ নিতে অত্যধিক আগ্রহী ছিলেন৷
advertisement
 সাইনা ও সিন্ধু Denmark Open Super 750  ও SaarLorLux Super 100 অংশ নিতে পারেননি কারণ করোনা অতিমারির জেরে BWF সেগুলি আয়োজন করতে পারেনি৷ যার ফলে মার্চে All England Championship -র পর আর টুর্নামেন্ট খেলতে পারেননি৷
ভারতীয় দল এবং অ্যাথলিট ও স্টাফরা সকলেই করোনা পরীক্ষা দিয়েছিলেন ব্যাঙ্ককে পৌঁছনোর পরেই৷ ২২ দলের ২১৬ প্লেয়ার সহ ৮২৪ জনই তখন করোনা নেগেটিভ হয়েছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ফের করোনা পজিটিভ হলেন সাইনা, ছিটকে গেলেন থাইল্যান্ড ওপেন থেকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement