স্বস্তি! টেনিস তারকা জকোভিচ ও তাঁর স্ত্রীর করোনা ভাইরাস নেগেটিভ
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
আজ অর্থাত্ বৃহস্পতিবার জোকোভিচ জানিয়েছেন, তাঁর ও তাঁর স্ত্রীর শরীরে করোনা ভাইরাস নেগেটিভ৷
#বেলগ্রেড: অবশেষে স্বস্তি! বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ ও তাঁর স্ত্রীর করোনা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ মিলল৷ দিন দশেক আগে তাঁরা ঘোষণা করেছিলেন, তাঁরা Covid-19 পজিটিভ৷ জকোভিচের ভক্তরা তো বটেই, খবরটি শুনে চিন্তায় পড়ে গিয়েছিল টেনিস বিশ্ব৷ আজ অর্থাত্ বৃহস্পতিবার জকোভিচ জানিয়েছেন, তাঁর ও তাঁর স্ত্রীর শরীরে করোনা ভাইরাস নেগেটিভ৷
১৭টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জকোভিচ আন্তর্জাতিক টেনিস শুরু হওয়ার আগে একটি চ্যারিটি টেনিস টুর্নামেন্ট আদ্রিয়া ট্যুরের আয়োজন করেন। সর্তকতা অবলম্বন না করেই খেলা হয়েছিল বলে বিতর্ক তৈরি হয়। এই পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে অনেকেই জকোভিচকে তোপ দাগেন। আদ্রিয়া ট্যুরেই খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান দিমিত্রভ এবং কোরিচ৷ জকোভিচেরও করোনা পজিটিভ পাওয়া যায়৷
advertisement
করোনা ভাইরাস অতিমারির মধ্যেই সার্বিয়া ও ক্রোয়েশিয়ায় ওই প্রদর্শনী সিরিজের আয়োজন করা হয়৷ বেলগ্রেড ও জাডারে ম্যাচে কোনও সামাজিক দূরত্ব মানা হয়নি বলেও অভিযোগ৷
advertisement
এ দিন জকোভিচের মিডিয়া টিম জানিয়েছে, নোভাক জকোভিচ ও তাঁর স্ত্রী জেলেনার শরীরে COVID-19 নেগেটিভ৷ পিসিআর টেস্টের রেজাল্টে করোনা পাওয়া যায়নি৷
view commentsLocation :
First Published :
July 02, 2020 7:26 PM IST

