সামনের ৩০ দিন খুব গুরুত্বপূর্ণ, করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

Last Updated:

ভারতের হাতে সময় মাত্র ৩০ দিন

#নয়াদিল্লি: ভারতে কি গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে? ICMR -র মতে ভারতেও শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ, দ্বিতীয় ছেড়ে তৃতীয় ধাপে ঢুকে পড়ছে ভারত কিন্তু  এখনও একটা মহল মনে করছে করোনা সংক্রমণে ভারত দ্বিতীয় ধাপেই৷ লক্ষ্য তৃতীয় ধাপে পৌঁছোন রোখা ৷ ভারতের হাতে সময় মাত্র ৩০ দিন৷
আর মাত্র এক মাস। গুনে গুনে তিরিশ দিন। এর মধ্যেই যা করার করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন,ভারতের পরিস্থিতি যাতে চিন বা ইতালির মতো না হয় তার জন্য আগামী ৩০ দিন খুব গুরুত্বপূর্ণ৷  চতুর্থ বা পঞ্চম সপ্তাহেই ভয়াবহ ভাবে এই ভাইরাস সংক্রমণের নজির রয়েছে।  ভারতে যাতে তা না হয় সেই লক্ষ্যেই দেশজুড়ে চরম সতর্কতা।ভারত এখন করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে অর্থাৎ চিন, ইতালি, ইরানের মতো আক্রান্ত দেশ থেকে যাঁরা সংক্রমিত হয়ে ফিরেছেন তাঁদের থেকে এ দেশে সংক্রমণ ছড়িয়েছে৷ ভারতে মৃতের সংখ্যা ২০০  ছাড়ালেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলেই দাবি ৷ কিন্তু সংক্রমণের হার যাতে এখানেই আটকানো যায় তার জন্য ব্যাপক সতর্কতা জরুরি, বিশেষজ্ঞরা যাকে বলেন ‘ফ্ল্যাটনিং দ্য কার্ভ’।
advertisement
আমরা সেকেন্ড স্টেজে আছি....আরও বেশি ল্যাবে যাতে পরীক্ষা করা যায় সেটা দেখা হচ্ছে ৷ করোনা ভাইরাস সংক্রমণের চারটি ধাপ , প্রথম ধাপে সংক্রমণ একটি দেশেই সীমাবদ্ধ ভারত দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে অন্য দেশ থেকে আসা আক্রান্তদের থেকে স্থানীয়দের মধ্যে সংক্রমণ  তৃতীয় ধাপে রোগ যখন কোনও সম্প্রদায় বা বড় কোনও এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ফ্রান্স এই তৃতীয় ধাপে।  রোগ মহামারীর চেহারা নিলে এবং সংকট চরমে উঠলে সেটা চতুর্থ ধাপ। চিন ও ইতালি এই চতুর্থ ধাপে।
advertisement
advertisement
ইতালিতে দেখা গিয়েছে অতি দ্রুত হারে সংক্রমণ বেড়েছে।
প্রথম সপ্তাহে আক্রান্ত হন ৩ জন
পরের সপ্তাহেই ১৫২
তার পরের সপ্তাহে ১ হাজার ৩৬
চতুর্থ সপ্তাহে ৬ হাজার ৩৬২
পঞ্চম সপ্তাহে ২৭ হাজার ৯৮০
আক্রান্তের সংখ্যার গ্রাফে এই লম্বা লাফ আটকানোর নামই ‘ফ্ল্যাটনিং দ্য কার্ভ’। সেটাই করতে চাইছে ভারত। লক্ষ্য এক বছরে এক লক্ষ আক্রান্ত হতে পারে কিন্তু এক মাসে যেন এক লক্ষ আক্রান্ত না হন কারণ তেমন হলে দেশের চিকিৎসা পরিকাঠামোয় অত রোগী সামলানো যাবে না
advertisement
যেমনটা ঘটেছে ইতালিতে ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সামনের ৩০ দিন খুব গুরুত্বপূর্ণ, করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement