আর একজনও করোনা রোগী নেই! স্বাভাবিক জনজীবনে ফিরে ম্যাজিক দেখাল এই দেশ!
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
সোমবার মধ্যরাত থেকেই সামাজিক সুরক্ষাবিধি উঠে গিয়েছে এই দেশে। ছন্দে ফিরতে চলেছে জনজীবন।
সোমবারই এল সেই শুভদিন। গোটা পৃথিবী যখন করোনা কাঁটায় ধুঁকছে তখন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্ড্রেন জানিয়ে দিলেন, তাঁর দেশের শেষ করোনা রোগী সুস্থ হয়ে গিয়েছেন। আর একটিও করোনা রোগী নেই নিউজিল্যান্ড।
ফেব্রুয়ারির শুরুতে করোনা সংক্রমণ শুরু হয় নিউজিল্যান্ডে। শেষ রোগী চিহ্নিত হওয়ার পর ১৭ দিন পেরিয়েছে। নতুন করে চল্লিশ হাজার জনের করোনা পরীক্ষা করিয়েছেন ও দেশের স্বাস্থ্যকর্মীরা। কিন্তু একজনও রোগীর দেখা মেলেনি। পাশাপাশি শেষ করোনা রোগীও ভাল হয়ে গিয়েছেন। তাই জ্যাকিন্ডা ঘোষণা করছেন নিউজিল্যান্ড করোনামুক্ত।
জাকিন্ডা সোমবার বলেন, নিউজিল্যান্ড সম্পূর্ণ করোনামুক্ত। দৃঢ় প্রত্যয় নিয়ে এই কথাটা বলছি। আমাদের ব্যর্থ করতে পারেনি এই ভাইরাস। যদি ভবিষ্যতেও আবার করোনা হানা দেয় আমরা তা মোকাবিলা করতে প্রস্তুত। আমরা জানি এই যুদ্ধ আকস্মিক নয়, দীর্ঘমেয়াদি।"
advertisement
advertisement
সোমবার মধ্যরাত থেকেই সামাজিক সুরক্ষাবিধি উঠে যাচ্ছে নিউজিল্যান্ডে। ছন্দে ফিরতে চলেছে জনজীবন। গণপরিবহণে করেই অফিস যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ। খোলা থাকবে সব দোকানপাট।
Location :
First Published :
June 09, 2020 1:08 PM IST