#বস্টন: প্রথমে এইরকমের পায়ে ফোসকা -দাগ দেখা গিয়েছিল ইতালিতে ৷ ইতালির ত্বক বিশেষজ্ঞ কোভিড ১৯ আক্রান্ত শিশুদের মধ্যে এই লক্ষণ দেখা গিয়েছিল ৷ চিকিৎসকদের নিজের ভাষায় এই বিষয়টাকে বলা হয় কোভি়ড টোজ ৷
ইতালির ত্বক বিশেষজ্ঞদের দেখানো এই পথ ধরেই ইউরোপ ও আমেরিকা এটাকেই করোনা ভাইরাসের নতুন লক্ষণ হিসেবে চিহ্নিত হয়েছে ৷ খুদে কিম্বা কিশোরদের ক্ষেত্রে এই লক্ষণ দেখাচ্ছে মারণ করোনা ভাইরাস৷ এরকম ফোসকা পড়া পা রঙ বদলে যাওয়ার লক্ষণও দেখা গেছে ৷
মেরুদেশীয় বা অতিশীতল এলাকায় যে ভাবে পায়ে বরফের প্রভাবে র্যাশ বার হয় এখানেও সেই ধরণের উপসর্গই দেখা যাচ্ছে ৷ এক্ষেত্রে রক্তবাহিকা ধমনী তে জ্বালা শুরু হয় তারপর হয় স্প্যাজম ৷
এটাকেই সহজ ভাষায় চিকিৎসকরা বলেছেন কোভিড টোজ ৷ ইতালিতে যে এলাকাগুলি করোনা বিধ্বস্ত সেখােনে বহু রোগির ক্ষেত্রে এই লক্ষণ দেখা গিয়েছিল৷
এদিকে মার্কিন মুলুকেও এবার এই সিম্পটম দেখা যেতে শুরু করেছে ৷ মূলত বস্টনেই এখন এই বিষয়টি পাওয়া গেছে ৷ এদিকে ইতালিতে যে শিশুদের মধ্যে এই বিষয় দেখা গেছে তাদের মধ্যে কোভিডের চেনা বাকি কোনও লক্ষণগুলি দেখা যায়নি ৷
Please be aware there are skin signs of covid. Purple red papules on the fingers and toes. Looks like chilblains/ pernio. May have no other covid symptoms. Seen in young people. Images of pernio like changes of Covid-19 from Italy @TamarPedsRheum @NataliaVasCan @IreneBlancoMD pic.twitter.com/5jKp04Yykq
— Dawn Wahezi (@DWahezi) April 11, 2020
নোভেল করোনা ভাইরাস অতিমারির আকার নিয়েছে তার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই রোগি অ্যাসিম্পটমেটিক হয়েছে ৷ প্রকৃত কোভিড ১৯ আক্রান্ত রোগিদের চিহ্নিতকরণের ক্ষেত্রেই সমস্যা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা ৷ এদিকে অ্যাসিম্পটমেটিক রোগিদের ক্ষেত্রে এবার আর একটা নয়া লক্ষণ গোলাপি চোখ ৷ করোনার চেনা সংক্রমণের লক্ষণ গুলি হল জ্বর, সর্দি, কাশি নিঃশ্বাসের কষ্ট ৷
মানুষের কাছে এখনও মূলত অজানা শত্রু এই রোগ ৷ জ্বর যে কোনও রোগেরই লক্ষণ ৷ একাধিক রোগের বহিঃপ্রকাশ হয় এই জ্বর দিয়েই ৷ এবারও করোনার ক্ষেত্রে জ্বর হলে মানুষ সহজ ভাবে বুঝতে পারবে তার শরীরে কোনও ধরণের অস্বস্তি হচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus