CO-WIN App: অন্যভাবেও করা যাবে টিকাকরণের স্লট বুকিং প্রক্রিয়া, নতুন নির্দেশিকা জানুন

Last Updated:

অনেক ক্ষেত্রে নাম নথিভুক্ত (Name Entry in CO WIN) করতেই অনেকটা সময় লেগে যাচ্ছে৷ পদ্ধতি আরও সহজ করতেই সরকারের এই পদক্ষেপ৷

#নয়াদিল্লি: দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেই চলছে টিকাকরণ প্রক্রিয়া৷ এখন দেশে তৃতীয় ধাপের টিকাকরণ (Vaccination India) চলছে৷ করোনার সঙ্গে লড়তে টিকা নেওয়া খুবই জরুরি, জানাচ্ছেন চিকিৎসকরা৷ সেই মত স্লট বুক করে টিকা নিচ্ছেন সকলে৷ প্রথমে ফ্রন্ট লাইন ওয়ার্কার৷ তারপরের ধাপে ষাটোর্ধ্বদের জন্য টিকার ব্যবস্থা হয়৷ এখন ৪৫ বছর বা ১৮ বছর বেশি হলে, টিকা নেওয়া যাবে সরকারি ভাবে (Above 18 vaccine)৷ এর জন্য কো-উইনের নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এর মাধ্যমে তৃতীয় পক্ষ বা থার্ড পার্টি তাদের অ্যাপের মাধ্যমে নাম এন্ট্রি, সময়সূচি এবং টিকা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে খুবই তাড়াতাড়ি এবং সহজে নিজের নাম লিখিয়ে ভ্যাকসিন নেওয়ার সুবিধা নিতে পারবেন সব প্রাপ্তবয়স্করাও৷
কেন্দ্র এমন এক সময় এই সিদ্ধান্ত নিয়েছে যখন ভারত কোভিড বিরোধী ভ্যাকসিনের ঘাটতির মুখোমুখি, যার ফলে কো-উইএন-তে (CO-WIN App) টিকা দেওয়ার জন্য লোকদের পক্ষে স্লট সন্ধান করা কঠিন হয়ে পড়ছে। এই নির্দেশিকাটি অনুসরণ করে নতুন এপিআই অ্যাপ্লিকেশন থেকেও বুক করা যাবে স্লট৷ এরফলে বন্ধ ঘের বসে বসে প্রাণ যায় তাদের৷
advertisement
advertisement
কো-উইনের জন্য তৈরি করা মাস্টার ডাটাবেসের পক্ষ থেকে পরিবর্তন হবে। এখন অবধি সরকারের আরোগ্য সেতু এবং উমং দু'টি অ্যাপই ছিল যেখান থেকে ইউজাররা কোভিড ১৯ ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট রেজিস্ট্রার এবং স্লট বুক করতে পারতেন। অন্যদিকে তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশনগুলি অ্যাপয়েন্টমেন্টের স্লট উপলভব্ধ দেখাতে পারে।
advertisement
সম্প্রতি সরকার কো-উইনের জন্য পাবলিক এপিআই সংশোধন করে তৃতীয় পক্ষের অ্যাপগুলিতে অ্যাপয়েন্টমেন্টের ডেটা সরবরাহ করা বাদ দিয়ে পেটিএম এবং হেলথাইফির মতো অ্যাপগুলিতে কোভিড -১৯ ভ্যাকসিনের প্রাপ্যতার তথ্য দেখায়।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
CO-WIN App: অন্যভাবেও করা যাবে টিকাকরণের স্লট বুকিং প্রক্রিয়া, নতুন নির্দেশিকা জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement