Covid-19: 'করোনার দ্বিতীয় ঢেউ থামাতেই হবে', মুখ্যমন্ত্রীদের বার্তা উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর
- Published by:Subhapam Saha
- news18 bangla
Last Updated:
দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মোদি৷ সেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যে করেই হোক আছড়ে পড়া করোনার দ্বিতীয় ঢেউকে থামাতেই হবে৷
#নয়াদিল্লি: ফের মাথা চাড়া দিয়েছে করোনা (Covid-19) ভাইরাস৷ শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় ঢেউ৷ মহারাষ্ট্র, কেরল, পঞ্জাব, কর্ণাটক ও গুজরাতের মতো রাজ্যে হুহু করে বাড়ছে দৈনিক সংক্রমণ! রীতিমতো চিন্তায় কেন্দ্র৷ উদ্বিগ্ন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷
বুধবারদেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ছিলেন না)৷ নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মোদি৷ সেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যে করেই হোক আছড়ে পড়া করোনার দ্বিতীয় ঢেউকে থামাতেই হবে৷
মোদি এদিন বলেন, "আমরা যদি মহামারিকে এখনই থামাতে না পারি, তাহলে দেশ জুড়ে সংক্রমণ ছড়িয়ে পড়বে৷ অবিলম্বে আমাদের করোনার দ্বিতীয় ঢেউকে থামাতেই হবে৷ আমাদের বড় ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে৷" মোদি এদিন আত্মতুষ্টিতে ভুগতে বারণ করেছেন৷ তিনি বলেন, "করোনা যুদ্ধে যে আত্মবিশ্বাস আমরা অর্জন করেছি, সেটা যেন অতিরিক্ত আত্মবিশ্বাস না হয়ে যায়৷ আমাদের সাফল্য যেন অসতর্কতার কারণ না হয়ে দাঁড়ায়!"
advertisement
advertisement
Speaking at the interaction with Chief Ministers. https://t.co/s0c7OSK8zK
— Narendra Modi (@narendramodi) March 17, 2021
প্রধানমন্ত্রী এদিন আরটি-পিসিআর টেস্টের ওপর জোর দেওয়ার সঙ্গেই ট্র্যাকিং অর্থাৎ করোনা আক্রমণ চিহ্নিত করতে বলছেন দ্রুত৷ তাঁর সংযোজন, "৭০ শতাংশ আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে৷ রাজ্যগুলিকে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ওপর নির্ভর করে থাকলে হবে না৷" উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মতো রাজ্যে করোনা টিকা নষ্ট হয়েছে বলেও খবর হয়েছে৷ মোদি জানিয়েছেন, "একটি ডোজ নষ্ট হওয়া মানে কারোর স্বাস্থ্যের অধিকার ছিনিয়ে নেওয়া৷"
advertisement
গতকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ভারতে ২৮,৯০৩ নতুন করোনা কেসের রিপোর্ট হয়েছে৷ গত ১১ ডিসেম্বর (৩০,২৫৪) থেকে সর্বোচ্চ সংক্রমণের রিপোর্ট এসেছে৷ এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লক্ষ৷ মহামারিতে প্রাণ গিয়েছে ১,৫৯, ০৪৪ জনের৷ গত ১৫ জানুয়ারি ১৯১ জনের মৃত্যু হয়েছিল করোনায়৷ তারপর গতকাল প্রাণ গিয়েছে ১৮৮ জনের৷ সব মিলিয়ে রীতিমতো চিন্তার কারণ! গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র (১৭,৮৬৪), কেরল (১৯৭০), পঞ্জাব (১৪৬৩), কর্ণাটক (১১৩৫) ও গুজরাতে (৯৫৪) সবচেয়ে বেশি করোনা আক্রান্তের খবর মিলেছে৷
Location :
First Published :
March 17, 2021 3:37 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covid-19: 'করোনার দ্বিতীয় ঢেউ থামাতেই হবে', মুখ্যমন্ত্রীদের বার্তা উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর