Covid 19 Third Wave: মাত্র পাঁচ দিনে করোনা আক্রান্ত প্রায় দুশো শিশু, তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় বেঙ্গালুরু
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বেঙ্গালুরু পুর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ দিনে ৯ বছরের নীচে ১০৬টি শিশুর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে (Covid 19 Third Wave)৷
#বেঙ্গালুরু: মাত্র পাঁচ দিনে করোনায় আক্রান্ত হল ১৯ বছরের কম বয়সি ২৪২ জন৷ এদের মধ্যে ১০৬ জনেরই বয়স ৯ বছরের নীচে৷ এমনই ভয়ের তথ্য উঠে এলো বেঙ্গালুরু থেকে৷ বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সতর্ক করে জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি৷ বেঙ্গালুরুর থেকে যে তথ্য উঠে এসেছে, তাতে সেই বিপদের আশঙ্কা আরও বাড়ল৷ বিশেষজ্ঞদের অনেকে এমনও বলছেন, ইতিমধ্যেই তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে৷
বেঙ্গালুরু পুর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ দিনে ৯ বছরের নীচে ১০৬টি শিশুর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে৷ অন্যদিকে ৯ থেকে ১৯ বছরের মধ্যে ১৩৬ জনের রিপোর্ট পজিটিভ আসে৷ বেঙ্গালুরু পুরসভার স্বাস্থ্য বিভাগ সতর্ক করে দিয়ে জানিয়েছে, আগামী কয়েক দিনে শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা আরও বাড়তে পারে৷
স্বাস্থ্য দফতরের এক কর্তার কথায়, 'আগামী কয়েক দিনে এই সংখ্যাটা আরও তিন গুণ বাড়তে পারে৷ আমরা বড় বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছি৷' এই অবস্থায় শিশুদের বাড়িতে রাখাই সবথেকে নিরাপদ বলে পরামর্শ দিয়েছেন ওই আধিকারিক৷ প্রাপ্ত বয়স্কদের তুলনায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি নয় বলেও সাবধান করেছেন তিনি৷
advertisement
advertisement
ইতিমধ্যেই কর্ণাটকে ফের একবার সপ্তাহান্তে কারফিউ ঘোষণা করা হয়েছে৷ কেরল, মহারাষ্ট্র সীমান্তেও গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে৷ একমাত্র যাঁদের কাছে সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে করা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট থাকছে, তাঁদেরই কর্ণাটকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে৷
গত প্রায় একমাস ধরে কর্ণাটকে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজারের আশেপাশে থাকছে৷ সূত্রের খবর, আগামী ১৬ অগাস্ট থেকে কর্ণাটকে ফের একবার আংশিক লকডাউন শুরু হতে পারে৷
Location :
First Published :
August 11, 2021 10:58 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covid 19 Third Wave: মাত্র পাঁচ দিনে করোনা আক্রান্ত প্রায় দুশো শিশু, তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় বেঙ্গালুরু