Narendra Modi: ঠেকাতেই হবে করোনার তৃতীয় ঢেউ, টিকাকরণে গতি বাড়াতে নির্দেশ মোদির

Last Updated:

সূত্রের খবর, বৈঠকে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) বলেন, দেশে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে করোনার তৃতীয় ঢেউ (Coronavirus Third Wave) কোনওভাবে আছড়ে না পড়তে পারে৷

#নয়াদিল্লি: যে কোনও মূল্যে দেশে করোনা তৃতীয় ঢেউ আটকাতে হবে৷ এ দিন করোনা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীদের এই নির্দেশই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর এই লক্ষ্যে সফল হওয়ার জন্য টিকাকরণের গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী৷
সূত্রের খবর, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে করোনার তৃতীয় ঢেউ কোনওভাবে আছড়ে না পড়তে পারে৷ এর জন্য যুদ্ধকালীন পরিস্থিতি টিকাকরণ চালিয়ে নিয়ে যাওয়া এবং করোনা রুখতে প্রয়োজনীয় সমস্ত স্বাস্থ্যবিধি যাতে মেনে চলা হয়, তা নিশ্চিত করার উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী৷
করোনা পরিস্থিতির পর্যালোচনার পাশাপাশি এই বৈঠকে বেশ কয়েকটি মন্ত্রকের কাজকর্ম নিয়েও আলোচনা হয় বলে খবর৷ জানা গিয়েছে, বৈঠকে মোদি বলেন, 'যে প্রকল্পই হাতে নেওয়া হোক না কেন সেগুলি যাতে যথাযথ ভাবে শেষ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে৷'
advertisement
advertisement
প্রসঙ্গত, গত সপ্তাহেই বিভিন্ন মন্ত্রকের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে সংশ্লিষ্ট দফতরগুলির পূর্ণ মন্ত্রী এবং প্রতি মন্ত্রীদের আলাদা আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর বাসভবনেই এই বৈঠকগুলি হয়েছিল৷ অধিকাংশ বৈঠকেই হাজির ছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷
দেশের বিভিন্ন অংশ থেকে এখনও মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়া নিয়ে আপত্তির খবর আসছে৷ নানা ধরনের ভ্রান্ত ধারণা থেকে তৈরি হওয়া আশঙ্কাই এর মূল কারণ৷ ভ্যাকসিন নিয়ে এই সংশয় দূর করতেই গত রবিবার মন কী বাত অনুষ্ঠানে নিজের মায়ের উদাহরণ দেন প্রধানমন্ত্রী৷ একশো বছরের কাছাকাছি বয়স হলেও ভ্যাকসিনের দু'টি ডোজই নিয়েছেন প্রধানমন্ত্রীর মা হিরাবেন মোদি৷ নিজের মায়ের উদাহরণ দিয়ে মানুষকে বিজ্ঞান এবং বিজ্ঞানীদের উপরে আস্থা রাখতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Narendra Modi: ঠেকাতেই হবে করোনার তৃতীয় ঢেউ, টিকাকরণে গতি বাড়াতে নির্দেশ মোদির
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement