এখনও ঝিমিয়ে অর্থনীতি, হাল ফেরাতে ৫০ জন শীর্ষ অফিসারের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

Last Updated:

দেশের অর্থনীতিকে করোনার জেরে হওয়া আর্থিক মন্দা থেকে বাঁচাতে মে মাসে ২০.৯৭ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার৷

#নয়াদিল্লি: লকডাউন উঠলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি জনজীবন৷ উল্টে করোনার দাপটে দেশের অনেক জায়গাতেই নতুন করে লকডাউন জারি করতে হচ্ছে৷ এই অবস্থায় দেশের অর্থনীতিকে কীভাবে আরও সচল করা যায়, তা নিয়ে আলোচনা করতেই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, এ দিনই অর্থ এবং বাণিজ্যমন্ত্রকের ৫০ জন শীর্ষ অফিসারদের বৈঠক করে তাঁদের থেকে পরামর্শ নেবেন প্রধানমন্ত্রী৷
মূলত বাজারে চাহিদা কমে যাওয়াতেই মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনীতি৷ এর থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, এ দিনের বৈঠকে সেই পথই খোঁজার চেষ্টা করা হবে৷
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই এই বৈঠক হওয়ার কথা৷ দেড় ঘণ্টার এই বৈঠকে দুই মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা প্রেজেন্টেশনের মাধ্যমে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং তার থেকে বেরিয়ে আসার উপায় তুলে ধরবেন প্রধানমন্ত্রীর সামনে৷
advertisement
advertisement
এর আগেও ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিল, অর্থ মন্ত্রক এবং নীতি আয়োগের মুখ্য পরামর্শদাতাদের থেকেও মতামত নিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া আর্থিক মন্দা থেকে দেশের অর্থনীতিকে বাঁচাতে মে মাসে ২০.৯৭ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পরিস্থিতির উপরে নজর রাখছে এবং প্রয়োজনে অর্থনীতিকে চাঙ্গা করতে আরও পদক্ষেপ করা হবে৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
এখনও ঝিমিয়ে অর্থনীতি, হাল ফেরাতে ৫০ জন শীর্ষ অফিসারের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement