এখনও ঝিমিয়ে অর্থনীতি, হাল ফেরাতে ৫০ জন শীর্ষ অফিসারের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

Last Updated:

দেশের অর্থনীতিকে করোনার জেরে হওয়া আর্থিক মন্দা থেকে বাঁচাতে মে মাসে ২০.৯৭ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার৷

#নয়াদিল্লি: লকডাউন উঠলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি জনজীবন৷ উল্টে করোনার দাপটে দেশের অনেক জায়গাতেই নতুন করে লকডাউন জারি করতে হচ্ছে৷ এই অবস্থায় দেশের অর্থনীতিকে কীভাবে আরও সচল করা যায়, তা নিয়ে আলোচনা করতেই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, এ দিনই অর্থ এবং বাণিজ্যমন্ত্রকের ৫০ জন শীর্ষ অফিসারদের বৈঠক করে তাঁদের থেকে পরামর্শ নেবেন প্রধানমন্ত্রী৷
মূলত বাজারে চাহিদা কমে যাওয়াতেই মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনীতি৷ এর থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, এ দিনের বৈঠকে সেই পথই খোঁজার চেষ্টা করা হবে৷
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই এই বৈঠক হওয়ার কথা৷ দেড় ঘণ্টার এই বৈঠকে দুই মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা প্রেজেন্টেশনের মাধ্যমে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং তার থেকে বেরিয়ে আসার উপায় তুলে ধরবেন প্রধানমন্ত্রীর সামনে৷
advertisement
advertisement
এর আগেও ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিল, অর্থ মন্ত্রক এবং নীতি আয়োগের মুখ্য পরামর্শদাতাদের থেকেও মতামত নিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া আর্থিক মন্দা থেকে দেশের অর্থনীতিকে বাঁচাতে মে মাসে ২০.৯৭ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পরিস্থিতির উপরে নজর রাখছে এবং প্রয়োজনে অর্থনীতিকে চাঙ্গা করতে আরও পদক্ষেপ করা হবে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
এখনও ঝিমিয়ে অর্থনীতি, হাল ফেরাতে ৫০ জন শীর্ষ অফিসারের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement