করোনা পরবর্তী যুগেও বাড়ি থেকেই অফিস, ইতিবাচক বদলই দেখছেন প্রধানমন্ত্রী

Last Updated:

প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর তাঁর সরকারই গরিবদের জন্য জনধন অ্যাকাউন্ট খুলেছিল৷

LinkedIn-এ প্রধানমন্ত্রী কর্মশক্তি এবং উদ্ভাবনী শক্তিতে ভরপুর ভারতের যুবসমাজকে বার্তা দিয়ে লিখেছেন, 'গোটা বিশ্ব করোনা মহামারির সঙ্গে লড়াই করলেও ভারতের যুবসমাজ আরও স্বাস্থ্যকর এবং সমৃদ্ধশালী ভবিষ্যতের দিশা দেখাচ্ছে৷'
প্রধানমন্ত্রী লিখেছেন, বর্তমান শতাব্দীর তৃতীয় দশকের শুরুটাই করোনা সংক্রমণের ধাক্কায় ওলটপালট হয়ে গিয়েছে৷ পেশাদার জীবনের গণ্ডিগুলিও বদলে যেতে বসেছে৷'
advertisement
প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, কর্মক্ষেত্রে এই বদলের সঙ্গে তিনিও খাপ খাইয়ে নিচ্ছেন৷ কারণ করোনা সঙ্কটের মোকাবিলায় মন্ত্রিসভার সদস্য, অন্যান্য রাষ্ট্রনেতা বা আধিকারিকদের সঙ্গে অনেক বৈঠকই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারছেন প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদি জানিয়েছেন, 'একেবারে তৃণমূল স্তরে ছবিটা ঠিক কী রকম, তা বোঝার জন্য সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে অসংখ্য বৈঠক করছি৷ তার মধ্যে বিভিন্ন এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠনও রয়েছে৷'
advertisement
প্রধানমন্ত্রী আরও লিখেছেন, 'গোটা বিশ্বই প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে৷ প্রযুক্তি ফলে যে আমূল বদলগুলি আসে, তার সবথেকে বড় প্রভাবগুলি অধিকাংশ ক্ষেত্রেই গরিব মানুষের জীবনের উপরে পড়ে৷ প্রযুক্তির সাহায্যে আমলাতন্ত্রের লাল ফিতের ফাঁস, ফড়েদের দাপট ধ্বংস করে উন্নয়নমূলক প্রকল্পে গতি আনে৷'
প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর তাঁর সরকারই গরিবদের জন্য জনধন অ্যাকাউন্ট খুলেছিল৷ একইসঙ্গে লিঙ্ক করা হয়েছিল আধার কার্ড এবং মোবাইল নম্বর৷ নরেন্দ্র মোদির জানিয়েছেন, তখন সেই পদক্ষেপ নেওয়াতেই করোনা ভাইরাসের সঙ্কটে কোটি কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো সম্ভব হচ্ছে৷
advertisement
তিনি আরও বলেছেন, এই সময় ব্যবসায়িক মডেল তৈরি করতে হবে যার সঙ্গে সহজেই সবাই মানিয়ে নিতে পারেন৷ ডিজিটাল লেনদেন বাড়ানোর উপরেও জোর দিয়েছেন তিনি৷ নতুন ব্যবসায়িক ভাবনা থেকে যাতে গরিবরা উপকৃত হন, সেই বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী৷
সবশেষে নরেন্দ্র মোদি লিখেছেন, 'ভারতের থেকে এর পর যে বড় বড় ভাবনাগুলি বেরোবে, সেগুলি যেন গোটা বিশ্বে গ্রহণযোগ্য হয়৷ তার মধ্যে এমন ক্ষমতা থাকা প্রয়োজন যা শুধু ভারত নয়, গোটা মানবজাতির জন্য ইতিবাচক পরিবর্তন আনবে৷'
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা পরবর্তী যুগেও বাড়ি থেকেই অফিস, ইতিবাচক বদলই দেখছেন প্রধানমন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement