#নয়াদিল্লি:করোনার জেরে দেশজুড়ে বেশ কয়েক মাস ধরে চলেছে লকডাউন। সেইসময়ে বন্ধ রাখা হয়েছিল দেশের পরিবহণ ব্যবস্থা ৷ যার জেরে বহু ক্ষতির মুখেও পড়তে হয়েছে ব্যবসায়ীদের ৷ জরুরী পরিষেবা চালু থাকলেও লকডাউনের সময়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে অবাধে যাতায়াত সম্ভব হয়নি ৷ কিন্তু এখন পরিস্থিতি অন্য ৷ বেশ অনেক দিন ধরেই দেশে শুরু হয়েছে আনলক ৷ চলছে ‘আনলক-৩’ ৷ এই সময়ে যাতে কোনও ব্যক্তি বা পণ্যবাহী গাড়ির এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাতায়াতে কোনও সমস্যা না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে প্রত্যেক রাজ্যকেই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷
শনিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ‘আনলক-৩’-এর গাইডলাইন্সগুলি দেশজুড়ে ২৯ জুলাই থেকে ৩১ অগাস্ট পর্যন্ত বৈধ ৷ এবং এই সময় কোনও ব্যক্তি বা পণ্যবাহী গাড়ি বা ট্রাক এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাতায়াতে যাতে সমস্যায় না পড়ে, সেদিকটা নিশ্চিত হওয়া প্রয়োজন ৷
MHA asks States to allow unhindered movement of persons and goods and services during #Unlock3
আন্তঃরাজ্য পণ্য পরিবহণ নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একটি নির্দেশিকা পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। সেই নির্দেশিকায় তিনি জানিয়েছেন, আন্তঃরাজ্য পণ্য পরিবহণের ক্ষেত্রে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আলাদা করে কোনও নিষেধাজ্ঞা জারি করতে পারবে না।
পণ্য পরিবহণে যাতে আর কোনও অসুবিধা না হয় তার জন্য বৈধ লাইসেন্স থাকলেই আন্তঃরাজ্য পণ্য পরিবহণ করা যাবে। আলাদাভাবে কোনও অনুমতি, ই-পারমিট নেওয়ার প্রযোজন নেই দেশের মধ্যে যাতায়াতের জন্য ৷ তা কেন্দ্রের তরফে এদিন স্পষ্ট করা হয়েছে ৷