#ইসলামাবাদ: পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ ১৩৪ জনের মৃত্য৷ সংখ্যাটা লাফিয়ে বাড়ছে৷ এহেন পরিস্থিতিতে দেশের একটি অংশের মানুষ চরম ক্ষতির মুখে নিজেরাই নিজেদের ঠেলে দিচ্ছেন৷ স্রেফ বিশ্বাসের উপর ভর করে৷ যার নির্যাস, শুক্রবার ইসলামাবাদ সহ পাকিস্তানের বিভিন্ন মসজিদে শয়ে শয়ে মানুষ জড়ো হলেন নমাজ পড়তে৷ তাঁদের বক্তব্য, করোনা থেকে একমাত্র তাঁদের আল্লাহ-ই বাঁচাতে পারেন৷ তাই এই সময়েই সবচেয়ে বেশি করে নমাজ পড়া উচিত৷
My appeal to the international community, the UNSG & international financial institutions to respond positively to the dilemma confronting developing countries in the face of the COVID19 pandemic. #Global_Initiative_Debt_Relief pic.twitter.com/EfydRhfZhc
— Imran Khan (@ImranKhanPTI) April 12, 2020
পাকিস্তানেও চলছে লকডাউন৷ তবে বেশি কিছু ক্ষেত্রে অনেকখানি ছাড় দিয়ে৷ ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রায় সমস্ত জায়গায়৷ বিশ্বের কাছে আর্থিক সাহায্যও চেয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান৷ বিলাল গুঞ্জ এলাকার বাসিন্দা আওয়াসি আলির কথায়, 'কেন ভয় পাবো? আমি মনে করি জীবন ও মৃত্যু আল্লাহর হাতে৷ আমি মসজিদে নমাজ পড়তে এসেছি, তার কারণ আল্লহর কাছে ক্ষমা চাইতে ও তাঁর আশীর্বাদ নিতে৷গোটা বিশ্ব যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তা হলেই এই অতিমারী থেকে রক্ষা পাওয়া যাবে৷'
করাচিতে গত সপ্তাহে দু বার পুলিশের উপর হামলা চালানো হয়েছে৷ কারণ, করোনা সংক্রমণ রুখতে ও লকডাউন নিয়ম কার্যকর করতে ভিড় করে নমাজ পড়ায় বাধা দিয়েছিল পুলিশ৷
ইতিমধ্যেই দল বেঁধে নমাজ পড়ায় পাক সরকারের নিষেধাজ্ঞা মানতে চাইছেন না দেশের একাধিক ধর্মীয় নেতা৷ প্রায় ৬০ জন ধর্মী. নেতা একযোগে প্রতিহাদ জানিয়ে বলেছেন, এই কঠিমন আল্লাহর দয়া পাওয়ার জন্য সকলের নমাজ পড়া উচিত৷
ফলে ধর্মীয় নেতাদের সম্মীলিত প্রতিবাদে চাপে পাক সরকার৷ শত চেষ্টা করে মসজিদগুলিতে দল বেঁধে নমাজ পড়া আটকাতে পারছে না পুলিশ৷ যার ফলে, বিরাট সংক্রমণের প্রমাদ গুনছে পাকিস্তান৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Coronavirus in Pakistan, Coronavirus Pandemic