একদিকে কুকুর, অন্যদিকে মানুষ! রাস্তায় দুধ কুড়িয়ে চলছে বাঁচার লড়াই (দেখুন ভিডিও)
- Published by:Uddalak Bhattacharya
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি ভাইরাল হয়েছে। একাধিক ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি।
#আগ্রা: আগ্রার রাস্তায় উল্টে গিয়েছিল একটা দুধের গাড়ি। রাস্তায় তাই গড়িয়ে পড়েছিল দুধ। আর সেই সময়েই ধরা পড়ল এক আশ্চর্য দৃশ্য। রাস্তা জুড়ে গড়িয়ে যাচ্ছে দুধ। আর একদিকে সেই দুধ খাচ্ছে একদল কুকুর। আর অন্যদিকে দু’হাতে আঁজলা ভরে দুধ খাচ্ছেন এক ভবঘুরে মানুষ। লকডাউনের সময় খাদ্যের অভাব এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে এভাবেই খাদ্য জোগাড় করতে হচ্ছে দরিদ্র ভারতবর্ষকে। কারণ, যথেষ্ট খাবার পৌঁছচ্ছে না মানুষের কাছে।
Can you believe this country? pic.twitter.com/5JNzyRGc9Y
— Azad Essa (@azadessa) April 14, 2020
advertisement
সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি ভাইরাল হয়েছে। একাদির ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি। এর আগে একাধিকবার লকডাউনে দরিদ্র ভারতবাসীর দৈন্যের কথা বারবার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। কীভাবে পরিযায়ী শ্রমিকের দল দিনের পর দিন পায়ে হেঁটে, ভুখা পেটে বাড়ি ফিরেছে, সে কাহিনী দেখেছেন দেশের মানুষ।
advertisement
আপাতত লকডাউন বাড়িয়ে দিয়েছে দেশের বেশ কয়েকটি রাজ্য। মনে করা হয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী জাতি উদ্দেশ্যে ভাষণের সময়ে সারা দেশেই লকডাউনের সময়সীমা বাড়াতে পারেন। তাই জাতীয় স্তরে এখনও সরকারিভাবে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা হয়নি।
Location :
First Published :
April 14, 2020 3:43 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
একদিকে কুকুর, অন্যদিকে মানুষ! রাস্তায় দুধ কুড়িয়ে চলছে বাঁচার লড়াই (দেখুন ভিডিও)