#আগ্রা: আগ্রার রাস্তায় উল্টে গিয়েছিল একটা দুধের গাড়ি। রাস্তায় তাই গড়িয়ে পড়েছিল দুধ। আর সেই সময়েই ধরা পড়ল এক আশ্চর্য দৃশ্য। রাস্তা জুড়ে গড়িয়ে যাচ্ছে দুধ। আর একদিকে সেই দুধ খাচ্ছে একদল কুকুর। আর অন্যদিকে দু’হাতে আঁজলা ভরে দুধ খাচ্ছেন এক ভবঘুরে মানুষ। লকডাউনের সময় খাদ্যের অভাব এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে এভাবেই খাদ্য জোগাড় করতে হচ্ছে দরিদ্র ভারতবর্ষকে। কারণ, যথেষ্ট খাবার পৌঁছচ্ছে না মানুষের কাছে।
Can you believe this country? pic.twitter.com/5JNzyRGc9Y
— Azad Essa (@azadessa) April 14, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agra, Lockdown, Viralvideo