অনুষ্ঠান বাড়ির কায়দায় পাত পেড়ে দুবেলা গরীব,দুঃস্থদের খাবার জোগাচ্ছে পুলিশ

Last Updated:

শুধু যে মানুষ নিয়মিত পাত পেড়ে খাবার পাচ্ছেন তা নয়, এখন এলাকার সারমেয়রাও খাবারের জন্য তাকিয়ে থাকে থানার কমিনিউনিটি কিচেনের ওপরেই।

#মালদহঃ- একদিন বা দুই দিন নয়, টানা আড়াই মাসেরও বেশী সময় ধরে মালদহের বামনগোলা থানায় চলছে কমিউনিটি কিচেন। প্রতিদিন রান্না করে ভবঘুরে থেকে দুঃস্থ,গরীব,কর্মহীন মানুষজনকে নিয়মিত খাবার জোগাচ্ছে বামনগোলা থানার পুলিশ। শুধু যে মানুষ নিয়মিত পাত পেড়ে খাবার পাচ্ছেন তা নয়, এখন এলাকার সারমেয়রাও খাবারের জন্য তাকিয়ে থাকে থানার কমিনিউনিটি কিচেনের ওপরেই।
অনুষ্ঠান বাড়ির কায়দায় রীতিমতো চেয়ার টেবিল পেতে পরম আতিথেয়তায় প্রতিদিন চলছে খাবারের জোগান। এরজন্য নির্দিষ্ট মেনু চার্টও তৈরী করা হয়েছে। যাতে নিয়ম করে থাকছে রকমারী নিরামিষ ও আমিষ পদ। সপ্তাহের চারদিন ভাত,ডাল,কখনও আলু ও  সোয়াবিনের তরকারি, কখনও পাঁচ মেশালী সবজি দেওয়া হচ্ছে। আবার সপ্তাহের দুইদিন থাকছে ডিম ভাতের ব্যবস্থা। প্রতি সপ্তাহে একদিন করে মাছ বা মাংসের ব্যবস্থাও থাকছে।
advertisement
প্রতিদিন কয়েক শো মানুষ। বামনগোলা থানায় পাত পেড়ে খাচ্ছেন। আর পরিবেশনের দায়িত্বে থাকছেন খাকি উর্দিধারিরা। সারা বছর চোর, ডাকাত ধরা নানা রকম অপরাধের তদন্তের কাজে ব্যস্ত থাকা পুলিশের ভূমিকা লকডাউন পর্ব থেকেই অনেকটা বদলে গিয়েছে। অপরাধ দমনের পাশাপাশি যখন থানায় যে পুলিশ কর্মী বা অফিসারেরা থাকছেন তাঁরাই খাবারের ব্যবস্থা দেখভাল করছেন। পুলিশের এমন ভূমিকায় খুশী গরীব মানুষজন। সকলেই এমন উদ্যোগের তারিফ করছেন।
advertisement
advertisement
Sebak Deb Sharma
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
অনুষ্ঠান বাড়ির কায়দায় পাত পেড়ে দুবেলা গরীব,দুঃস্থদের খাবার জোগাচ্ছে পুলিশ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement