শ্রমিক স্পেশাল নিয়ে মতবিরোধ! এ বার উদ্ধব ঠাকরের সঙ্গে তরজায় জড়ালেন রেলমন্ত্রী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তীসগড়, রাজস্থানের মতো রাজ্যের বিরুদ্ধে শ্রমিক স্পেশাল ট্রেন চালানো নিয়ে অসহযোগিতার অভিযোগ তুলেছিল রেল৷
#মুম্বই: শ্রমিক স্পেশাল ট্রেন চালানো নিয়ে রেলের সঙ্গে রাজ্যগুলির মতবিরোধ মিটছে না৷ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তীসগড়, রাজস্থানের পর এবার সেই তালিকায় নতুন সংযোজন মহারাষ্ট্র৷ রাজ্যের জন্য কম ট্রেন বরাদ্দ করা হচ্ছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের এই অভিযোগের জবাব দিতে গিয়ে ট্যুইটারে তাঁর সঙ্গে রীতিমতো তরজায় জড়ালেন রেলমন্ত্রী পীযূষ গয়াল৷
রবিবার রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিতে গিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর জন্য তাঁরা দৈনিক ৮০টি স্পেশাল ট্রেন দেওয়ার দাবি জানিয়েছিলেন৷ তার জায়গায় রেল বরাদ্দ করেছে মাত্র ৪০টি ট্রেন৷
কিছুক্ষণের মধ্যেই উদ্ধব ঠাকরের এই অভিযোগের জবাব দেন রেলমন্ত্রী৷ ট্যুইটারে তিনি পাল্টা দাবি করেন, রাজ্যগুলির দাবি অনুযায়ী ট্রেন পাঠাতে তৈরি রেল৷ কিন্তু নিশ্চিত করতে হবে সেগুলি যাতে খালি না ফেরে৷ তিনি লেখেন, 'আমি আশা করি যাত্রীদের গন্তব্য স্টেশনে পৌঁছে দেওয়ার পর আগের বারের মতো ট্রেনগুলি খালি ফিরবে না৷ আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, যতগুলি ট্রেন চেয়েছেন তা পাওয়া যাবে৷'
advertisement
advertisement
मेरा अनुरोध है की महाराष्ट्र सरकार अभी भी अगले एक घंटे में कितनी ट्रैन, कहाँ तक और पैसेंजर लिस्टें हमें भेज दें। हम प्रतीक्षा कर रहे है और पूरी रात काम कर कल की ट्रेनों की तैयारी करेंगे। कृपया पैसेंजर लिस्टें अगले एक घंटे में भेज दें।
— Piyush Goyal (@PiyushGoyal) May 24, 2020
advertisement
रात के 12 बज चुके है और 5 घंटे बाद भी हमारे पास महाराष्ट्र सरकार से कल की 125 ट्रेनों की डिटेल्स और पैसेंजर लिस्टें नही आयी है। मैंने अधिकारियों को आदेश दिया है फिर भी प्रतीक्षा करे और तैयारियाँ जारी रखे।
— Piyush Goyal (@PiyushGoyal) May 24, 2020
advertisement
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উদ্দেশে পীযূষ গয়াল আরও লেখেন, 'মহারাষ্ট্রকে ১২৫টি শ্রমিক স্পেশাল ট্রেন দিতে আমরা তৈরি৷ আমি অনুরোধ করব, এই ট্রেনগুলি কোথা থেকে ছাড়বে, কোথায় যাবে, যাত্রীদের নামের তালিকা সহ মেডিক্যাল সার্টিফিকেট-এর মতো তথ্যগুলি এক ঘণ্টার মধ্যে সেন্ট্রাল রেলের ম্যানেজারের কাছে পাঠিয়ে দিন৷'
Where is the list for 125 trains from Maharashtra? As of 2am, received list of only 46 trains of which 5 are to West Bengal and Odisha which cannot operate due to cyclone Amphan.
We are notifying only 41 trains for today despite being prepared for 125 !!! — Piyush Goyal (@PiyushGoyal) May 24, 2020
advertisement
পরে আরও দু'টি ট্যুইট করেন রেলমন্ত্রী৷ সেখানে তিনি অভিযোগ করেন নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মহারাষ্ট্রের তরফে ১২৫টি ট্রেনের তালিকা পায়নি রেল৷
এর আগে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তীসগড়, রাজস্থানের মতো রাজ্যের বিরুদ্ধে শ্রমিক স্পেশাল ট্রেন চালানো নিয়ে অসহযোগিতার অভিযোগ তুলেছিল রেল৷ পাল্টা জবাব দিয়েছিল সংশ্লিষ্ট রাজ্যগুলিও৷ রেলের দেওয়া তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রের জন্য এখনও পর্যন্ত ৫১৩টি শ্রমিক স্পেশাল ট্রেন বরাদ্দ করা হয়েছে৷
view commentsLocation :
First Published :
May 25, 2020 10:54 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
শ্রমিক স্পেশাল নিয়ে মতবিরোধ! এ বার উদ্ধব ঠাকরের সঙ্গে তরজায় জড়ালেন রেলমন্ত্রী










