দলিতের হাতের রান্না খেতে অস্বীকার, যোগীরাজ্যে গ্রেফতার কেয়ারেন্টাইনে থাকা যুবক

Last Updated:

২০২০ সালে দাঁড়িয়ে চরম এই লজ্জার ঘটনা ঘটেছে যোগীর রাজ্যে।

#গোরক্ষপুরঃ গ্রাম প্রধান নিজে হাতে রান্না করেছিলেন কোয়ারেন্টাইনে থাকা পাঁচ যুবককে খাওয়ানোর জন্য। কিন্তু, দলিতের হাতের রান্না খাবার খেতে অস্বীকার করেন পাঁচজনের মধ্যে একজন। কুশিনগর জেলা পুলিশ অবশ্য সোমবার সকালেই তাকে গ্রেফতার করেছে। ২০২০ সালে দাঁড়িয়ে চরম এই লজ্জার ঘটনা ঘটেছে যোগীর রাজ্যে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৯ মার্চ দিল্লি থেকে ফেরেন খুরদার ভুজৌলির বাসিন্দা সেরাজ আহমেদ।  বাইরে থেকে গ্রামে ফেরায় তাই তাঁকে নিয়ম অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেইমতই গ্রামে ফেরার পর থেকে তিনি গ্রাম সংলগ্ন একটি প্রাথমিক স্কুলে তৈরি হওয়া কোয়ারেন্টাইনে রয়েছেন। সেই সেন্টারে আহমেদ ছাড়াও আরও চারজন রয়েছেন। সেখানেই তাঁদের খাওয়াদাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। কিন্তু রবিবার রান্নার লোক না আসায় গ্রাম প্রধান লীলাবতী দেবী নিজে হাতে রান্না করেন অভুক্ত মানুষগুলোর মুখে খাবার তুলে দেবেন বলে। কিন্তু খাবার দেওয়ার সময়ই চরম অপমানিত হন তিনি।
advertisement
পুলিশকে লীলাবতী দেবী জানিয়েছেন, আহমেদ জানায় তিনি দলিত সম্প্রদায়ের হওয়ায় তাঁর হাতের রান্না তিনি খাবেন না। এরপরেই অপমানিত গ্রাম প্রধান সাব ডিভিশনাল ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেশদীপক সিং এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার রামকান্তকে পুরো বিষয় জানান। এরপর রবিবার লীলাবতী দেবী পুলিশের কাছে আহমেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
advertisement
খাদ্দা থানার হাউজ অফিসার আরকে যাদব বলেন, সংখ্যালঘু আইনে আহমেদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এদিকে, এলাকার বিজেপি বিধায়ক বিজয় দুবে ঘটনার কথা জানাজানি হওয়ার পরই লীলাবতী দেবীর বাড়িতে যান। সেখানে গিয়ে তাঁকে খাবার পরিবেশনের জন্য অনুরোধ করেন। পরে বিধায়ক জানান, অস্পৃশ্যতা সমাজের কলুষতা। তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
দলিতের হাতের রান্না খেতে অস্বীকার, যোগীরাজ্যে গ্রেফতার কেয়ারেন্টাইনে থাকা যুবক
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement