৩১ মে পর্যন্ত লকডাউন মহারাষ্ট্রে, কেন্দ্রের আগেই ঘোষণা উদ্ধব সরকারের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যেই মুম্বইয়ের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিশেষ অর্থনৈতিক প্যাকেজের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷
#মুম্বই: কেন্দ্রের ঘোষণার আগেই লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করল মহারাষ্ট্র৷ করোনা ভাইরাস সংক্রমণে দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থাই সবথেকে খারাপ৷ আজই কেন্দ্রীয় সরকারের তরফেও চতুর্থ দফার লকডাউন সংক্রান্ত নির্দেশিকা জারি হওয়ার কথা৷
গোটা রাজ্যেই নতুন লকডাউন কার্যকর করা হচ্ছে৷ ধাপে ধাপে কীভাবে লকডাউন শিথিল করা হবে, সেই নির্দেশিকাও দ্রুত জারি করা হবে৷
মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে৷ মৃতের সংখ্যা ১১৩৫৷ এ মাসের শেষে শুধু মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে৷ গোটা রাজ্যের মধ্যে সবথেকে খারাপ অবস্থা মুম্বইয়ের৷
advertisement
advertisement
ইতিমধ্যেই মুম্বইয়ের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিশেষ অর্থনৈতিক প্যাকেজের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ কীভাবে ধীরে ধীর রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ড ধীরে ধীরে স্বাভাবিক করা যায়, তা নিয়ে জোট শরিক এনসিপি প্রধান শরদ পাওয়ার সহ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শুক্রবার আলোচনায় বসেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী৷
Location :
First Published :
May 17, 2020 2:30 PM IST