NEET, JEE MAIN পিছোচ্ছে? শুক্রবারের মধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে রিপোর্ট দিতে নির্দেশ HRD মন্ত্রী রমেশ পোখরিয়ালের
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
জুলাই মাসেই এই দুটি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিকে মাথায় রেখেই অভিভাবকদের তরফে এই দুটি পরীক্ষা পিছোনোর আবেদন করা হয়েছে কেন্দ্রের কাছে।
#নয়াদিল্লি: পিছিয়ে যাচ্ছে কি সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা বা NEET ও JEEMAIN পরীক্ষা? বৃহস্পতিবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর ট্যুইট বাড়ালো জল্পনা। এদিন তিনি ট্যুইটকরে বলেন " পড়ুয়া ও অভিভাবকদের তরফে অনুরোধ আসছে এই দুই পরীক্ষা নিয়ে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং বিশেষজ্ঞদের বলেছি পরিস্থিতির পর্যালোচনা করে শুক্রবার এর মধ্যেই রিপোর্ট দিতে।"
ইতিমধ্যেই কেন্দ্র সিবিএসই এর পরীক্ষা বাতিল করেছে। কিন্তু এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কি অবস্থান হতে পারে তা নিয়েই মূলত আলোচনা চালাচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির আধিকারিকরা। জুলাই মাসেই এই দুটি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিকে মাথায় রেখেই অভিভাবকদের তরফে এই দুটি পরীক্ষা পিছোনোর আবেদন করা হয়েছে কেন্দ্রের কাছে।
advertisement
সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা নিট হওয়ার কথা আগামী ২৬ শে জুলাই। কিন্তু এই পরীক্ষায় এবার পিছোতে চলেছে বলে জোর জল্পনা শিক্ষা মহলে। ইতিমধ্যেই এক দফা এই পরীক্ষা পিছিয়ে ২৬শে জুলাই পরীক্ষা নেওয়ার দিন ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কিন্তু বর্তমানে যে হারে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে সেই দিক থেকে কিভাবে ছাত্র-ছাত্রীদের পরীক্ষাকেন্দ্রে এন এ পরীক্ষা করানো সম্ভব তা নিয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর পরামর্শে ভাবনাচিন্তা শুরু করলো ন্যাশানাল টেস্টিং এজেন্সি কর্তৃপক্ষ। সিবিএসই বোর্ডের পরীক্ষা ছিল ১থেকে ১৫ জুলাই পর্যন্ত। কিন্তু সুপ্রিম কোর্টকে ইতিমধ্যেই বোর্ডের তরফে সেই পরীক্ষা বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়েছে। মূলত যেসব ছাত্র-ছাত্রীরাই সিবিএসই দ্বাদশও আই এস সি পরীক্ষা দেবে তাদের মধ্যে থেকেই এই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা দেবে। আর এখানেই জল্পনা শুরু হয়েছে তাহলে পিছিয়ে যেতে পারে এই দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা। কেননা ইতিমধ্যেই ন্যাশানাল টেস্টিং এজেন্সি JEE ADVANCED পরীক্ষা পিছিয়ে ২৩শে আগস্ট নেওয়ার কথা জানিয়েছে।
advertisement
advertisement
Looking at the prevailing circumstances & requests received from students & parents appearing for #JEE & #NEET examinations, a committee consisting of @DG_NTA & other experts has been advised to review the situation & submit its recommendations to @HRDMinistry latest by tomorrow. pic.twitter.com/xByKLUqAIc
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 2, 2020
advertisement
এদিকে আবার সিবিএসই, আইসিএসই বোর্ড এর পাশাপাশি এ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দেওয়ার ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও এ রাজ্যের কাছে স্বস্তির বিষয় গত ফেব্রুয়ারি মাসেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে রাজ্যের ইঞ্জিনিয়ারিং পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে । তাই রাজ্যের কাছে এই দিক থেকে স্বস্তির বিষয় হলেও এ রাজ্যের বহু সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করবে। সেটাও এখন রাজ্যের কাছেও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অবশ্য সূত্রের খবর, এই দুই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা এমনকি বাতিল করে দিতে পারে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। যদিও এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা মন্ত্রকের তরফে। যদিও শুক্রবারের মধ্যে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের ন্যাশনাল টেস্টিং এজেন্সি তরফে রিপোর্ট দেওয়ার পর পরই শনিবারের মধ্যেই মন্ত্রকের তরফে প্রয়োজনীয় সিদ্ধান্ত এই দুটি পরীক্ষার ক্ষেত্রে নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
First Published :
July 02, 2020 3:35 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
NEET, JEE MAIN পিছোচ্ছে? শুক্রবারের মধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে রিপোর্ট দিতে নির্দেশ HRD মন্ত্রী রমেশ পোখরিয়ালের