JU in Covid War : করোনা যুদ্ধেও যাদবপুর! ক্যাম্পাসের মধ্যেই সেফ হোম তৈরির আর্জি ছাত্রছাত্রীদের

Last Updated:

তাঁদের আর্জি জানিয়ে স্টুডেন্টরা (Jadavpur University Students) চিঠিও দিয়েছে উপাচার্য সুরঞ্জন দাসকে। তবে কর্তৃপক্ষ এখনও এবিষয়ে কোন সিদ্ধান্ত জানায়নি বলেই খবর।

ক্যাম্পাসে সেফ হোম তৈরির ভাবনায় যাদবপুর 
Photo-File
ক্যাম্পাসে সেফ হোম তৈরির ভাবনায় যাদবপুর Photo-File
করোনার প্রথম পর্ব থেকেই বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত স্কুল কলেজ। মাঝে শিক্ষার্থীদের সুবিধার্থে আংশিক ছাত্রছাত্রী নিয়ে বিদ্যালয়ের পঠনপাঠন শুরু করা হলেও, প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে কলেজ, বিশ্ববিদ্যালয়। মাঝে অফিসিয়াল কাজের জন্য আংশিক খোলা হলেও, আবারও করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পরতে তা বন্ধ রাখা হয়েছে।
এই অবস্থায় ক্যাম্পাসকে জনসাধারণের জন্য কাজে লাগাতে উদ্যোগী হলেন ছাত্রছাত্রীরা। ক্যাম্পাসে সেফ হোম তৈরি করে সরকার তথা বাংলার মানুষের উপকার করতে উদ্যোগী ছাত্রছাত্রীরা। তাদের দাবি, এখন বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন কিছুই হচ্ছে না, সম্পূর্ণ বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়। তাই ক্লাস রুম এবং বিশ্ববিদ্যালয়ের অব্যবহৃত ঘরে সেফ হোম তৈরী করা হোক। তাঁদের আর্জি জানিয়ে স্টুডেন্টরা চিঠিও দিয়েছে উপাচার্য সুরঞ্জন দাসকে। তবে কর্তৃপক্ষ এখনও এবিষয়ে কোন সিদ্ধান্ত জানায়নি বলেই খবর।
advertisement
advertisement
তবে করোনা যুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এগিয়ে আসার ঘটনা এই প্রথম নয়। পূর্বেও করোনা যুদ্ধে একটি অ্যাপ তৈরি করে সকলকে চমকে দিয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়েরই দুই পড়ুয়া। এছাড়াও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নিজেদের উদ্যোগেই এই সংকটের দিনে হাসপাতালের বেড এবং অক্সিজেন সরবরাহের জন্য তৈরি করেছে একটি হেল্প ডেস্ক।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
JU in Covid War : করোনা যুদ্ধেও যাদবপুর! ক্যাম্পাসের মধ্যেই সেফ হোম তৈরির আর্জি ছাত্রছাত্রীদের
Next Article
advertisement
Kuldeep Singh Sengar Bail Update: উন্নাও ধর্ষণ মামলায় সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
  • উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা৷

  • সুপ্রিম কোর্টে মামলা করল সিবিআই৷

  • দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান প্রাক্তন বিজেপি বিধায়ক৷

VIEW MORE
advertisement
advertisement