শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার, জানার পরেও শ্রমিকদের দেখভালে ব্যস্ত আইপিএস অফিসার

Last Updated:

শেষ পর্যন্ত দিন কয়েক আগে ওই অফিসারকে দিল্লির রাজীব গাঁধি ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়৷ সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়েছে৷

#দিল্লি: করোনার বিরুদ্ধে লড়াইয়ে এক পর এক আত্মত্যাগের কথা সামনে আসছে৷ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশ, করোনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিচ্ছেন অনেকেই৷ এরই মধ্যে দিল্লির এক তরুণ আইপিএস অফিসারের কর্তব্যপরায়ণতার এমন এক নজির সামনে এলো, যা নিঃসন্দেহে অন্যান্য করোনা যোদ্ধাদের অনুপ্রেরণা জোগাবে৷ কারণ নিজের ক্যান্সার ধরা পড়েছে জানার পরেও নিজের কর্তব্যে অবিচল থেকেছেন তিনি৷
ওই তরুণ আইপিএস অফিসারের নাম আনন্দ মিশ্র৷ তিনি দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপি পদে কর্মরত রয়েছেন৷ দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, মূল দিল্লি শহরের বাইরে যেখানে পরিযায়ী শ্রমিকরা থাকেন, সেখানেই শ্রমিকদের মধ্যে খাবার এবং ত্রাণ বিলি কাজের তদারকি করছিলেন ওই আইপিএস অফিসার৷
এর মধ্যেই এপ্রিল মাসের শুরুর দিকে গলায় ব্যথা অনুভব করেন তিনি৷ তাঁর করোনা সহ অন্যান্য পরীক্ষা করানো হয়৷ শেষ পর্যন্ত চিকিৎসকরা জানান, ওই আইপিএস অফিসারের থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সার ছড়াচ্ছে৷ দ্রুত অস্ত্রোপচারের পরামর্শও দেন চিকিৎসকরা৷
advertisement
advertisement
এই খবর শোনার পর স্বাভাবিকভাবেই ওই আইপিএস অফিসার মানসিকভাবে ভেঙে পড়েন৷ কিন্তু সেই ধাক্কা দ্রুত সামলে উঠে নিজের ডিউটি করতে থাকেন তিনি৷ এমন কী, তাঁর সহকর্মীরাও অনেকে তাঁর অসুস্থতার কথা জানতে পারেননি৷ দিল্লির পুলিশের জনসংযোগ আধিকারিকও জানিয়েছেন, তাঁরাও অনেক পরে ওই অফিসারের অসুস্থতার কথা জানতে পারেন৷
শেষ পর্যন্ত দিন কয়েক আগে ওই অফিসারকে দিল্লির রাজীব গাঁধি ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়৷ সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হলেও পরবর্তী আটচল্লিশ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা৷ এই সময়টুকু ওই তরুণ অফিসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ আনন্দ মিশ্র নামে ওই অফিসারের ভাই জিতেন্দ্র কুমার জানিয়েছেন, অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থা ক্রমেই উন্নতি হচ্ছে৷ অদম্য ইচ্ছাশক্তির জোরে ক্যান্সারকে হারিয়ে তিনি ফের পুলিশের উর্দি পরে ডিউটিতে ফিরবেন, এই প্রার্থনাই করছেন তাঁর পরিবার, বন্ধু এবং সহকর্মীরা৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার, জানার পরেও শ্রমিকদের দেখভালে ব্যস্ত আইপিএস অফিসার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement