Home /News /coronavirus-latest-news /

Big News: KKR প্লেয়াররা পজিটিভ, দিল্লির সবাইকে কোয়ারেন্টাইনে যাওয়ার কড়া নির্দেশ বোর্ডের

Big News: KKR প্লেয়াররা পজিটিভ, দিল্লির সবাইকে কোয়ারেন্টাইনে যাওয়ার কড়া নির্দেশ বোর্ডের

bcci instructed delhi capitals to go into quarantine IPL 2021- Photo -File

bcci instructed delhi capitals to go into quarantine IPL 2021- Photo -File

এখনও স্পষ্ট নয় যে তারা মোতেরায় ৪ তারিখের নির্ধারিত অনুশীলনে নামতে পারবে৷

 • Share this:

  #আহমেদাবাদ: আইপিএল (IPL 2021) -১৪ তম মরশুমে করোনা ভাইরাসের (Coronavirus) মারণ থাবা পড়ে গেছে৷ ইতিমধ্যেই একাধিক ক্রিকেটার ও গ্রাউন্ডস্টাফ এর মধ্যে এসে গেছে৷ কেকেআরের (KKR) ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়রের রিপোর্ট পজিটিভ এসেছে৷ যার ফলে আরসিবি বনাম কেকেআর ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে৷  বাকি দলের সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তারফলে আক্রান্তদের আইসোলেশনে যেতে বলা হয়েছে৷ কেকেআর শিবিরে করোনা ছড়িয়ে পড়ার খবর সামনে আসার পরেই চেন্নাই সুপার কিংসেও করোনা ছড়িয়ে পড়ার খবর সামনে এসেছে৷ সিএসকে -র বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি ও একজন বাস সাফাই কর্মী পজিটিভ হয়েছেন৷

  এখন এই পরিস্থিতিতে খবর এসেছে যে বিসিসিআই দিল্লি ক্যাপিটাল্সের সকলকে নতুন নিয়ম জারি না করা অবধি সবাইকে আইসোলেশনের নির্দেশ দিয়েছে৷ কারণ কেকেআর নিজের শেষ ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধেই খেলেছিল৷ ২৯ এপ্রিল এই ম্যাচ খেলেছিল৷ কেকেআরের -র বরুণ ও সন্দীপ করোনা পজিটিভ আসার পরেই ভারতীয় বোর্ড আর মিলিয়ন ডলার টুর্নামেন্টে কোনও ভয়ের কিছু হোক চাইছে না৷

  ক্রিকবাজের খবর অনুযায়ি দিল্লি ক্যাপিটাল্সের এক আধিকারিক জানিয়েছেন  কেকেআরের বিরুদ্ধে তারা শেষ ম্যাচ খেলেছিল৷ তাই তাদের কোয়ারেন্টাইন হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ তাই তারা সকলেই আইসোলেশনে আছেন৷ তবে কতদিনের জন্য কোয়ারেন্টাইন পিরিয়ড তার কথা এখনও বলা হয়নি৷ তবে এটা এখনও স্পষ্ট নয় যে তারা মোতেরায় ৪ তারিখের নির্ধারিত অনুশীলনে নামতে পারবে৷ টিম ম্যানেজমেন্টের পক্ষে জানানো হয়েছে এই বিষয়ে তাদের কাছে কোনও নির্দেশ আসেনি৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Coronavirus, Delhi Capitals, IPL 2021, Kkr

  পরবর্তী খবর