Coronavirus News Updates: দৈনিক সংক্রমণ ছাড়াল ৩৫০০০, গত ডিসেম্বরের পর সর্বোচ্চ!

Last Updated:

দেশের করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে! গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা৩৫,৮৭১টি করোনা কেসের হদিশ মিলল৷ গত বছর ডিসেম্বরের শুরুর পর এটাই সর্বোচ্চ সংক্রমণের নজির৷

#নয়াদিল্লি: দেশের করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে! গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা৩৫,৮৭১টি করোনা কেসের হদিশ মিলল৷ গত বছর ডিসেম্বরের শুরুর পর এটাই সর্বোচ্চ সংক্রমণের নজির৷ গতকালই কেন্দ্র জানিয়েছিল যে, দেশের ১৬টি রাজ্যের মোট ৭০টি জেলায় গত ১ মার্চ থেকে ১৫ মার্চের মধ্যে ১৫০ শতাংশ অ্যাক্টিভ কেস বেড়েছে৷ ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ছিলেন না)৷ নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মোদি৷ সেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যে করেই হোক আছড়ে পড়া করোনার দ্বিতীয় ঢেউকে থামাতেই হবে৷ মোদি বলেন, "আমরা যদি মহামারিকে এখনই থামাতে না পারি, তাহলে দেশ জুড়ে সংক্রমণ ছড়িয়ে পড়বে৷ অবিলম্বে আমাদের করোনার দ্বিতীয় ঢেউকে থামাতেই হবে৷ আমাদের বড় ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে৷" প্রধানমন্ত্রী আরটি-পিসিআর টেস্টের ওপর জোর দেওয়ার সঙ্গেই ট্র্যাকিং অর্থাৎ করোনা আক্রমণ চিহ্নিত করতে বলছেন দ্রুত৷ শুধু র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ওপর রাজ্যগুলিকে  নির্ভরশীল হতে বারণ করেছেন তিনি৷
advertisement
advertisement
অন্যদিকে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি প্রতিদিনই খারাপ হচ্ছে৷ গতকাল নতুন ২৩ হাজার ১৭৯টি কেসের রিপোর্ট এসেছে৷ যা ফের রেকর্ড৷ মুম্বই মেট্রোপলিটান রিজিয়ন (এমএমআর) গত ২৪ ঘণ্টায় নতুন ৪৮১১টি রেকর্ড নতুন কেসের সন্ধান মিলেছে৷ মহারাষ্ট্র একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমণ দেখেছে, গতবছর মহামারি শুরু হওয়ার পর থেকে এমনটা প্রথম দেখেছে এই রাজ্য৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus News Updates: দৈনিক সংক্রমণ ছাড়াল ৩৫০০০, গত ডিসেম্বরের পর সর্বোচ্চ!
Next Article
advertisement
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা...', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তীব্র কটাক্ষ মমতার
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তোপ মমতার
  • সংসদে 'বন্দে মাতরম' বিতর্কে প্রধানমন্ত্রী মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন. তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ জানায়. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, "বঙ্কিমচন্দ্রকে যথাযথ সম্মান দেননি."

VIEW MORE
advertisement
advertisement