#নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের লেগ স্পিনার পীযূষ চাওলা-র বাবা প্রমোদ কুমার আজ সকালে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন৷ তাঁর আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্স ট্যুইট করে এই খবর জানিয়েছেন৷ মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের ট্যুইট বার্তায় বলেছে, এই দুঃসময়ে আমরা আপনাদের পাশে রয়েছি৷ আপনি শক্ত থাকুন ৷
Our thoughts go out to Piyush Chawla who lost his father, Mr. Pramod Kumar Chawla this morning.
We are with you and your family in this difficult time. Stay strong. pic.twitter.com/81BJBfkzyv — Mumbai Indians (@mipaltan) May 10, 2021
পীযূষ চাওলা নিজেও নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাবা-র প্রয়ানের সংবাদ দিয়েছেন৷ তিনি ট্যাগলাইনে তিনি জানিয়েছেন, “life won’t be same without him anymore, lost my pillar of strength today,” অর্থাৎ আপনার প্রয়াণের পর জীবন আর আগের মতো থাকবে না৷ আজ আমি আপনার শক্তিহারা হলাম৷
View this post on Instagram
এর আগে রাজস্থান রয়্যালসের পেসার চেতন সকারিয়া-র বাবাও কোভিড ১৯- এ মারা গিয়েছিলেন৷ পীযূষ চাওলার বাবা এই মারণ ভাইরাস এবং তার পরবর্তী শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করতে করতে শেষ অবধি হেরে গেলেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।