#IndiaFightsCorona: ভারতে করোনা সংক্রান্ত ট্যুইট বেড়েছে ১৯৫৮%, কারণ জানলে অবাক হবেন!

Last Updated:

#IndiaFightsCorona on Twitter: বেশিরভাগ ক্ষেত্রে ভারতীয় নেটিজেনরা কোভিড সংক্রান্ত নানা তথ্য একে অপরের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

কলকাতা: মাইক্রোব্লগিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Twitter-এর জনপ্রিয়তা আগাগোড়াই। সম্প্রতি এক গবেষণায় পাওয়া গিয়েছে কোভিড হেল্প সংক্রান্ত ভারতীয় Tweet বেড়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মাথাচাড়া দিতেই Tweet সংখ্যা বেড়েছে। ফেব্রুয়ারি-মার্চের তুলনায় এপ্রিল-মে মাসে COVID-19 সংক্রান্ত দৈনিক Tweet অনেক বেড়ে যায়। যা ৬০০%-এর আশেপাশে। দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে ভারতীয় নেটাগরিকেরা কোভিড সংক্রান্ত নানা তথ্য একে অপরের সঙ্গে ভাগ করে নিয়েছেন। একে অপরের মনোবল বাড়নোর পাশাপাশি অক্সিজেন ঘাটতির তথ্য তুলে ধরেছেন, যেমন- কোন হাসপাতালে কটা বেড রয়েছে? অক্সিজেন কোথায়ে পাওয়া যাচ্ছে? রোগীর শ্বাস কষ্ট হলে প্রাথমিক ভাবে কী করতে হবে?
ভ্যাকসিনের গুরুত্ব সংক্রান্ত এরকম নানা তথ্যের Tweet ভাগ করে নিয়েছেন ভারতীয়রা। এর মধ্যে সাধারণ মানুষদের পাশাপাশি প্রায় ৫০% চিকিৎসকরা ছিলেন যাঁরা গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ Tweet করেছেন।
করোনা অতিমারীর শুরুর সময় থেকেই Twitter একটি শিক্ষামূলক সোশ্যাল মাধ্যম হয়ে উঠেছে। যেখানে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ হতে দেখা দিয়েছে। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই Twitter রিয়েলটাইম হেল্পলাইন হিসাবে সামনে এসেছে। এখানে মানুষের জীবন রক্ষার সুবিধা, ওষুধ, খাদ্য এবং অনেক কিছু সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। এছাড়াও Twitter এর সাহায্যে একে অপরের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবার প্রমাণও মিলেছে।
advertisement
advertisement
মেডিক্যাল হেল্প (Medical Help)- সরবরাহে Twitter ১৯৫৮% Tweet বৃদ্ধি পেয়েছে। #Covid19 ব্যবহার করে ৭৭% বেশি Tweet হয়েছে ভারতের করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন। #Blood ব্যবহার করে ৭২% Tweet করা হয়েছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। #Plasma ব্যবহার করে ৮৩৪% Tweet বৃদ্ধি পেয়েছে। এছাড়াও #SOS ব্যবহার করে Tweet হয়েছে ১৫২% ।
advertisement
তথ্য শেয়ার (Sharing Information)- তথ্য ভাগ করে নেওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু সরকারি ও বেসরকারি সংস্থার দ্বারা তথ্য ভাগ করে নেওয়া হয়েছে। যা সার্বিক ক্ষেত্রে অনেক উপযোগী হয়ে উঠেছে। #CoronaVirusUpdates,#CoronaVirusUpdate,#Covid19IndiaResources হ্যাশট্যাগগুলি ব্যবহার করে করোনা ভ্যাকসিনের তথ্য সহ আরও তথ্য প্রায় ৯১৬% পোস্ট করা হয়েছে।
রেজিং ফান্ডস (Raising Funds)- করোনার ভয়ঙ্কর পরিস্থিতিতে ত্রাণ তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার সাহায্যে সমাজের প্রতিষ্ঠিত মানুষেরা ত্রাণ সহায়তায় এগিয়ে আসতে পারে এমন কথোপকথনের পোস্ট Twitter-এ প্রায় ৭৩১% বেড়ে যায়।
advertisement
মানসিক স্বাস্থ্য (Mental Health)- করোনা সংক্রমণ, লকডাউন এমন ক্ষেত্রে মানুষের মানসিক সুস্থতা বজায় রাখা জরুরী। এই বিষয়েও Twitter এর মতো মাইক্রোব্লগিং সোশ্যাল মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সম্প্রতি, একটি রিপোর্টে তার মান ১৫৩% বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
#IndiaFightsCorona: ভারতে করোনা সংক্রান্ত ট্যুইট বেড়েছে ১৯৫৮%, কারণ জানলে অবাক হবেন!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement