COVID19| করোনার ওষুধ রেমডেসিভির? ট্রায়াল শুরু হচ্ছে ভারতেও, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

Last Updated:

ইতিমধ্যেই ১ হাজার ডোজ রেমডেসিভির পেয়েছে ভারত৷ গোটা দেশজুড়ে কিছু করোনা রোগীর উপরে ওই ওষুধের ট্রায়াল হবে৷

#নয়াদিল্লি: করোনা চিকিত্‍সায় আশা জাগাচ্ছে রেমডেসিভির নামক ওষুধটি৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ সংস্থার তৈরি এই অ্যান্টি ভাইরাল ওষুধে ভালো সাফল্য মিলেছে সে দেশে৷ ওষুধটি নিয়ে আশার আলো দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-ও৷ ভারতেও করোনা সারাতে ওই ওষুধের ট্রায়াল শুরু হচ্ছে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷
CNN-News18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍কারে জানালেন, করোনা রুখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সলিডারিটি ট্রায়ালের অংশীদার ভারতও৷ তাই ভারতেও রেমডেসিভিরের ট্রায়াল হবে৷ ইতিমধ্যেই ১ হাজার ডোজ রেমডেসিভির পেয়েছে ভারত৷ গোটা দেশজুড়ে কিছু করোনা রোগীর উপরে ওই ওষুধের ট্রায়াল হবে৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন
advertisement
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কথায়, 'এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়৷ সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে৷ ICMR ও CSIR-এর গবেষকরা এই ইস্যুটি দেখছেন৷ আমরা হু-এর সলিডারিটি ট্রায়ালের আওতায় ১ হাজার রেমডেসিভির ডোজ পেয়েছি৷ দেশের কিছু রাজ্যে রোগীদের উপর ট্রায়াল হবে৷'
চিন থেকে আমদানি করা টেস্টিং কিটে ত্রুটি নিয়ে বিতর্কে হর্ষ বর্ধনের বক্তব্য, 'ICMR ও সংশ্লিষ্ট কমিটি বিষয়টি দেখছিল৷ তাঁরা একেবারে কম দর যারা দিয়েছে, তাদেরকেই বরাত দিয়েছিল কিটের৷ দুর্ভাগ্যবশত, চিন থেকে আসা কিটগুলি ঠিক নয়৷ যে মুহূর্তে আমরা তা জানতে পেরেছি, ব্যবহার করা বন্ধ করে দিয়েছি৷ এর জন্য চিনকে একটি টাকাও আমরা দিইনি৷'
advertisement
করোনা সঙ্কটে যখন জেরবার বিশ্ব, তখন Remdesivir নামক এই অ্যান্টি ভাইরাল ওষুধটি আশার আলো দেখাচ্ছে গোটা বিশ্বকে৷ মার্কিন সংস্থা Gilead Sciences Inc-এর এই ওষুধ তৃতীয় পর্যায়ের পরীক্ষাতেও সফল হয়েছে৷
Gilead Sciences Inc জানাচ্ছে, এই ওষুধ করোনা আক্রান্তদের যত দ্রুত দেওয়া গিয়েছে, তত তাড়াতাড়ি অবস্থার উন্নতি হয়েছে৷ যাঁদের দেরি করে দেওয়া হয়েছে, তাঁদের চেয়ে দ্রুত উন্নতি হয়েছে যাঁদের ওষুধটি শুরুতেই প্রয়োগ করা হয়েছে৷ করোনার ওষুধের জল্পনায় একলাফে ৯ শতাংশ বেড়ে গিয়েছে Gilead Sciences Inc শেয়ারের দর৷
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
COVID19| করোনার ওষুধ রেমডেসিভির? ট্রায়াল শুরু হচ্ছে ভারতেও, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement