মুক্তি দূর-অস্ত! করোনায় সর্বাধিক আক্রান্ত দশটি দেশের মধ্যে ঢুকে পড়ল ভারত

Last Updated:

করোনা সংক্রমণ মোকাবিলায় ব্রাজিলের সঙ্গে অনেকটাই মিল পাওয়া যাচ্ছে ভারতের৷ বর্তমানে ভারতে করোনা সংক্রমণের যে পরিস্থিতি, ১৫ দিন আগে সেটাই ছিল ব্রাজিলে৷

#নয়াদিল্লি: চতুর্থ দফার লকডাউনেরও অর্ধেক পার করে ফেলেছে দেশ৷ আশা ছিল, আর্থিক ক্ষতি স্বীকার করেও করোনা বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া যাবে৷ কিন্তু করোনা থেকে মুক্তি দূরে থাক, প্রায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ভারতে৷ সুস্থতার হার, সংক্রমণ দ্বিগুণ হওয়ার মতো মানদণ্ডগুলিতে উন্নতি করলেও নতুন সংক্রমণ আটকানো যাচ্ছে না৷
রবিবারও দেশে নতুন করে ৬৬৩৪ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷ যা এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক৷ এর ফলে করোনা সংক্রমণে গোটা বিশ্বে সবথেকে বেশি আক্রান্তের নিরিখে প্রথম দশটি দেশের মধ্যে জায়গা করে নিল ভারত৷ ইরানকে টপকে দশ নম্বর জায়গায় চলে এসেছে ভারত৷
রবিবারের হিসেব অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১,৩৮,৪৭৪৷ গত ১৩ দিনে এই সংখ্যাটা দ্বিগুণ হয়েছে৷ এখনও চতুর্থ দফার লকডাউন চলায় নতুন সংক্রমণের গতি আরও কিছুটা রোধ করা যাবে বলেই আশা করা হচ্ছে৷
advertisement
advertisement
শনিবারই প্রথমবার চিনে নতুন করে কোনও করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি৷ চিন এই মহামারির উৎসস্থল হলেও ক্রমেই তা দক্ষিণ আমেরিকা এবং ভারতে দাপট বাড়িয়েছে৷ চিন, ইউরোপের পর এবার লাতিন আমেরিকার বিভিন্ন দেশগুলিকেই করোনা সংক্রমণের নতুন কেন্দ্রস্থল বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা৷ ব্রাজিল এবং মেক্সিকোর মতো দেশে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ এই দেশগুলিতে লকডাউন নিয়ে গাছাড়া মনোভাব দেখানোর জন্য সমালোচিত হয়েছে সেখানকার সরকার৷ কিন্তু পেরু, ইকুয়েডর, চিলির মতো দেশেও এখনও হু হু করে করোনা সংক্রমণ ছড়াচ্ছে৷ অথচ প্রথম দিকে কড়া লকডাউন মেনে চলার জন্য প্রশংসিত হয়েছিল এই দেশগুলি৷
advertisement
সবথেকে আশঙ্কার কথা, করোনা সংক্রমণ মোকাবিলায় ব্রাজিলের সঙ্গে অনেকটাই মিল পাওয়া যাচ্ছে ভারতের৷ বর্তমানে ভারতে করোনা সংক্রমণের যে পরিস্থিতি, ১৫ দিন আগে সেটাই ছিল ব্রাজিলে৷ ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে৷
ভারতে প্রথম ১০ হাজার সংক্রমণ ছড়াতে সময় লেগেছিল ৪৩ দিন৷ আর গত দু' দিনেই ভারতে নতুন দশ হাজার সংক্রমণের খবর মিলেছে৷ ভারতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার সময় রবিবার ১৩.১ দিন হয়েছে৷ গত ১৮ মে তা ছিল ১৩.৯৷ বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ভারতে করোনা সংক্রমণ এখনও চূড়ান্ত পর্যায় পৌঁছয়নি৷ ফলে গাছাড়া মনোভাব দেখানোর কোনও সুযোগই নেই ভারতীয়দের সামনে৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
মুক্তি দূর-অস্ত! করোনায় সর্বাধিক আক্রান্ত দশটি দেশের মধ্যে ঢুকে পড়ল ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement