#দুবাই: ভারত টেস্ট ক্রমতালিকার এক নম্বর জায়গা হারাল ৷ ভারতকে জায়গা চূত্য করে এক নম্বর হল অস্ট্রেলিয়া ৷ আইসিসি যে নয়া ক্রমতালিকা বার করেছে তাতেই জায়গা হারাল ভারত ৷
ভারত একেবারে এক ধাক্কায় নেমে গেল ৩ নম্বরে ৷ অস্ট্রেলিয়া এক নম্বরে আর দু নম্বরে চলে এল নিউজিল্যান্ড ৷ অস্ট্রেলিয়া ১১৬ র্যাঙ্কিং পয়েন্ট নিয়ে এক নম্বরে, নিউজিল্যান্ড ১১৫ পয়েন্ট নিয়ে আছে আর ভারতের পয়েন্ট ১১৪ ৷
আইসিসি নিজেদের বিবৃতিতে জানিয়েছে, ‘ভারত ২০১৬-র অক্টোবর থেকে টেস্টে লাগাতার এক নম্বর জায়গা ধরে রেখেছিল ৷ কারণ ২০১৬-১৭ সালে ভারত ১২ টি টেস্ট জিতেছিল আর মাত্র একটি টেস্ট হেরেছিল ৷ এই লেটেস্ট আপডেটে এই রেকর্ড সরিয়ে দেওয়া হয়েছে ৷ ’
‘ওরা পাঁচটি সিরিজ জিতেছিল সেই সময় যার মধ্যে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ৷ অন্যদিকে অস্ট্রেলিয়া হেরেছিল দক্ষিণ আফ্রিকা ও ভারতের কাছে ৷ ’
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবলে ভারত এক নম্বরে রয়েছে
ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপে-র সিরিজে ২-০ হেরেছে ৷ কোভিড ১৯ -র আগে এ বছরে এই সিরিজ টা খেলেছিল ভারত ৷ টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন ভারতে এখনও সামনেই রয়েছে ৷
এদিকে টেস্টের পাশাপাশি টি টোয়েন্টিতেও অস্ট্রেলিয়া এক নম্বরে উঠে এসেছে ৷ টি টোয়েন্টির এই র্যাঙ্কিংয়ে এই প্রথম অস্ট্রেলিয়া এক নম্বর দল হল ৷ পাকিস্তানকে এক নম্বর জায়গা থেকে সরিয়ে একে উঠে এল তারা ৷ অস্ট্রেলিয়ার পয়েন্ট (২৭৮) ২০১১ থেকে টি টোয়েন্টি শুরু হবার পর এই প্রথম তারা প্রথম হল ৷
জানুয়ারি ২০১৮ তে নিউজিল্যান্ডকে সরিয়ে এক নম্বর হয়েছিল পাকিস্তান ৷ ২৭ মাস সেখানে থাকার পর এখন তারা ২৬০ পয়েন্ট নিয়ে চার নম্বরে ৷ ইংল্যান্ড রয়েছে ২ নম্বরে, ভারত এক ধাপ উঠে তিন নম্বরে উঠে এসেছে ৷
একদিনের ক্রমতালিকায় ভারত নিজেদর দু নম্বর জায়গা ধরে রেখেছে ৷ তারা বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের ঠিক পিছনে রয়েছে ৷ তাদের রেটিং পয়েন্ট ৬ থেকে বাড়িয়ে ৮ করে নিয়েছে ৷
ICC Test Rankings ( ১মে ২০২০)
1. Australia - 116 points
2. New Zealand - 115 points
3. India - 114 points
4. England - 105 points
5. Sri Lanka - 91 points
6. South Africa - 90 points
7. Pakistan - 86 points
8. West Indies - 79 points
9. Afghanistan - 57 points
10. Bangladesh - 55 points
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, ICC Ranking, India, Indian Cricket Team