দিনভর হাসপাতালে ঘুরে মেলেনি চিকিৎসা, করোনা আক্রান্ত ইছাপুরের তরুণের মৃত্যুতে অভিযোগ দায়ের

Last Updated:

ইছাপুরের বাসিন্দা বছর ১৮-র যুবকের মৃত্যুর ঘটনায় তদন্তে নামল পুলিশ।

#কলকাতা: ইছাপুরের বাসিন্দা বছর ১৮-র যুবকের মৃত্যুর ঘটনায় তদন্তে নামল পুলিশ। করোনা সন্দেহে ছেলেকে শনিবার দিনভর একের পর এক সরকারি ও বেসরকারি হাসপাতাল ফিরিয়ে দেয়। এমনকি প্রাথমিক চিকিৎসাটুকুও দেওয়া হয়নি। ফলে ১১ ঘণ্টা চরম কষ্ট পাওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। এই মর্মে রবিবার সকালে বেলঘড়িয়া থানায় এফআইআর দায়ের করেন মৃত সুপ্রতীক চট্টোপাধ্যায়ের বাবা-মা।
কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ, বেলঘরিয়া রথতলা মিডল্যান্ড নার্সিংহোম এবং কলকাতা মেডিক্যাল কলেজের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে বেলঘড়িয়া থানায় এফআইআর দায়ের করেছেন তাঁরা। অভিযোগের তদন্তে নেমে মিডল্যান্ড নার্সিংহোমে যান পুলিশের আধিকারিকরা। সেখানে গতকাল ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সংশ্লিষ্ট আধিকারিকদের।
advertisement
advertisement
করোনা আক্রান্ত সন্দেহে একের পর এক হাসপাতাল ছেলেকে ফিরিয়ে দিয়েছে,। কোনওরকম লাইফসাপোর্ট না দিয়ে ১২ ঘণ্টা ধরে শ্বাসকষ্ট হওয়ার পরেও ফেলে রেখেছিল সন্তানকে, তাতেই মৃত্যু হয়েছে তাঁর। এসব বলতে বলতেই এ দিন ফের কান্নায় ভেঙে পড়েন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী একমাত্র সন্তানের মা শ্রাবণী  চট্টোপাধ্যায়। মৃত সন্তানের ময়না তদন্তের দাবি জানিয়েছেন বাবা-মা।
advertisement
শ্রাবণী দেবী বলেন, "ক'দিন আগেও ছেলে বলেছিল মা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভাল ফল করব। টিভির পর্দায় আমাকে দেখা যাবে। আর এখন মৃত্যুর পরে ওঁর ছবি আমরা টিভি পর্দায় দেখতে পাচ্ছি"। চট্টোপাধ্যায় দম্পতির অভিযোগ, সকাল থেকে কলকাতা মেডিকেল কলেজে এসে একের পর এক ওয়ার্ডে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা একমাত্র সন্তানের মুখ শেষবার দেখার জন্য। যদিও কখন তাঁরা ছেলের মুখ দেখতে পাবেন তা এখনও পর্যন্ত হাসপাতালে তরফ থেকে জানানো হয়নি।
advertisement
ABHIJIT CHANDA
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
দিনভর হাসপাতালে ঘুরে মেলেনি চিকিৎসা, করোনা আক্রান্ত ইছাপুরের তরুণের মৃত্যুতে অভিযোগ দায়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement